
মিরপুরে এইচপি দলের প্রস্তুতি ক্যাম্পে নাঈম শেখের ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলির ‘বি’ দল। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি ম্যাচটিতে আকবররা জিতে যান ৭ বল হাতে রেখেইই।
প্রথমে ব্যাট করতে নামা ‘এ’ দলের হয়ে এদিনও চওড়া ছিল নাঈমের ব্যাট। আগের ম্যাচে দুবার সুযোগ পেলেও এই ম্যাচে শুরু থেকেই ভালো খেলছিলেন। যদিও ৪ রানের জন্য অর্ধশতক হাতছাড়ার আক্ষেপে পুড়তে হয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারকে।
ব্যক্তিগত ৪৬ রানের মাথায় নাঈমকে ফিরতে হয় সাজঘরে। তার আগে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু। মারকুটে ব্যাটিংয়ে তিনিও এগোচ্ছিলেন অর্ধশতকের পথে। তবে শেষমেশ স্বপ্নভঙ্গ হয় ব্যক্তিগত ৪২ রানে। উজ্জ্বল ছিলেন শামিম হোসেন পাটোয়ারিও। যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ৩৬ রান করেন। এছাড়া ২৩ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান। ‘বি’ দলের পক্ষে রেজাউর রহমান রাজা ও তৌহিদ হৃদয় দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন রিশাদ হোসেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ‘বি’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দারুণ ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মাত্র ১৩ বলে ৪০ রান করে দলীয় ৫৪ রানে সাজঘরে ফেরেন ইমন, তার আগে হাঁকান ২টি চার ও ৫টি ছক্কা। তার বিদায়ের পর দলের হাল ধরেন তামিম।
মাহমুদুল হাসান জয় ৩৫ ও তৌহিদ হৃদয় ৯ রান করে ধরেন সাজঘরের পথ। তামিম সাজঘরে ফেরার আগে পূর্ণ করেন অর্ধশতক। ৫১ বলের মোকাবেলায় ৬৬ রান করেন ৪টি চার ও ৩টি ছক্কায়। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ঝালাই করে নিতে আবারো ব্যাটিংয়ে নামেন ইমন। ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক আকবরকে নিয়ে, যিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। ৬ উইকেট ও ৭ বল হাতে রেখেই জিতে যায় আকবরের দল।
‘এ’ দলের পক্ষে সুমন খান দুটি এবং আফিফ হোসেন ধ্রুব ও নোমান চৌধুরী সাগর একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
‘এ’ দল – ১৮০/৬ (২০ ওভার)
নাঈম ৪৬, দিপু ৪২, শামিম ৩৬, মৃত্যুঞ্জয় ২৩
হৃদয় ১৩/২, রাজা ৩০/২, রিশাদ ২৯/১, মুগ্ধ ৩৫/১
‘বি’ দল – ১৮১/৪ (১৮.৫ ওভার)
তামিম ৬৬, পারভেজ ৪০, জয় ৩৪
সুমন ৪১/২, সাগর ১১/১
ফল : ‘বি’ দল ৬ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।