Scores

তামিমের রেকর্ডের কথা মনে করালেন সিবলি

ওল্ড ট্রাফোডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন ইংল্যান্ড দলের ব্যাটসম্যান ডমিনিক সিবলি। তার এ সেঞ্চুরি মনে করালেন তামিমকে।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান সিবলি। ছবিঃ এএফপি

তামিম ইকবাল ও সিবলির মধ্যে অদ্ভুত এক মিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ইংলিশ ব্যাটসম্যান। তার এ সেঞ্চুরি মনে করিয়ে দিয়েছে তামিমের কথা। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন তামিম। তবে মিলের জায়গা দুইটা। দুইজনেই ওপেনার।

অন্যদিকে সিবলির এ সেঞ্চুরি দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েও রোচ, হোল্ডার, গ্যাব্রিয়েলদের যেভাবে দেখেশুনে খেলেছে তা নিশ্চয়ই প্রশংসার প্রাপ্য। তবে রেকর্ডটা অন্য জায়গায়। সিবলি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন ৩১২ বল যা কিনা ইংল্যান্ডের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির মধ্যে সপ্তম।


এইদিনে সিবলি তামিমের যে রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছেন সেটি হলো, ৬ বছর আগেও একই সংখ্যক বল খেলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম। যা কিনা ছিল বাংলাদেশ টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরির রেকর্ড। সেদিন তামিমের ইনিংস থেমেছিল ১০৯ রানে। ৩৩২ বল খেলে তামিমের ইনিংসের সমাপ্তি ঘটে।

অবশ্য তামিমের ছয় বছরের আগের রেকর্ডের কথা মনে করিয়ে দিলেও রানের দিক দিয়ে তামিমকে ছাড়িয়ে গেছেন সিবলি। তার মতোই ধীরগতির সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টোকসও। তবে স্টোকস আরও কম সময় নিয়েছেন। আগের টেস্ট জিতে সিরিজ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এ টেস্টে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায়। টস হারলেও রোচ, হোল্ডারদের ধৈর্য্যর পরীক্ষা বেশ ভালোভাবেই নিচ্ছেন সিবলি ও স্টোকস।

Also Read - গাভাস্কারের '১০ হাজার' এখনকার ‘১৫-১৬ হাজারের' সমতুল্য


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

টি-টোয়েন্টিতে কোহলির সাথে ব্যবধান বাড়ালেন বাবর

তামিমের অর্ধশতক, প্রথম সেশনেই বাংলাদেশের শতরান

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

অলিম্পিকে দেখা যেতে পারে টি-১০ সংস্করণ