Scores

তামিমের কণ্ঠে সঙ্গী সাদমানের প্রশংসা

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক যুগ ধরে। এই দীর্ঘ সময়ে কতজনই তো এলেন তার উদ্বোধনী সঙ্গী হিসেবে। থিতু হতে পারলেন কয়জন? সাম্প্রতিক সময়েই তামিমের সাথে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন কয়েকজন ক্রিকেটার, যে তালিকার সর্বশেষ নাম সাদমান ইসলাম।

তামিমের কণ্ঠে সঙ্গী সাদমানের প্রশংসা

ওয়েলিংটন টেস্টের আগে সাদমান খেলেছেন মাত্র দুটি টেস্ট। দুই টেস্টের অভিজ্ঞতা নিয়েই কঠিন উইকেটে তামিমকে দিয়েছেন যোগ্য সঙ্গ। এর আগে হ্যামিল্টনে দুই ইনিংসেই তামিম-সাদমান এনে দিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব উদ্বোধনী জুটি। ২০০০ সালের পর এবারই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী দল টানা তিন ইনিংসে পেয়েছে পঞ্চাশেরও বেশি রান!

Also Read - ২০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সাকিবকে


ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে তা হয়নি তামিম আউট হয়ে যাওয়ায়। সাদমানের বড় ইনিংস খেলা হচ্ছে না, তবে তার ব্যাটিং সমর্থন যোগাচ্ছে তামিমকে। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তামিমের কণ্ঠে তাই সাদমানের প্রশংসা ঝরল।

তামিম বলেন, ‘সাদমানের ব্যাটিং আমার কাছে ভালো লেগেছে। দুর্ভাগ্য যে ২০-২৫ রানে  আউট হয়ে যাচ্ছে। চারটা ইনিংস দেখে মনে হয়েছে অনেক কম্প্যাক্ট। তবে সে এমন জায়গায় খেলছে, এখানে ভালো করা সহজ নয়।’

টেস্ট ক্রিকেটে নতুন সাদমানের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যারা ১০-১২ বছর ধরে খেলছি। নিউজিল্যান্ডে এটা আমার তৃতীয় সফর। একটু হলেও জানি এখানে কী করণীয়। ও সেখানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছে। ও এখানে যে নিঁখুত ব্যাটিং করছে, এটা ইতিবাচক দিক। এখন যে ভুল করছে, আশা করি সামনে সেটি সে করবে না।’

এ সময় তামিম জানান এই উইকেটে ব্যাটিং করা কতটুকু কঠিন। তার ভাষ্য, ‘এখানে ব্যাটিং করা সহজ নয়। প্রথম ইনিংসে আরও ভালো করার সুযোগ ছিল। আমরা ভালো শুরু পেয়েছিলাম। তবে এ উইকেটে বোলারদের জন্য অনেক কিছু আছে। উইকেট সেভাবেই তৈরি করা হয়েছে। (হারলে) খারাপ তো লাগবেই। লুকানোর কিছু নেই। প্রথম দুই দিন খেলা হয়নি, তিন দিনেই যদি ফল আমাদের বিপক্ষে যায়, অবশ্যই খারাপ লাগবে। যদি বলি, লাগবে না, ভুল বলা হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আকমলের কমে যাওয়া শাস্তির বিরুদ্ধে পিসিবির চ্যালেঞ্জ

‘এমন ম্যাচ শুধু পাকিস্তানের পক্ষেই হারা সম্ভব’

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত