তামিম-মুশফিকদের মৃত্যুপুরী থেকে ফেরার এক বছর
২০১৯ সালের ১৫ মার্চ। পরদিনই ক্রাইস্টচার্চ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ। শুক্রবার, জুমার নামাজের একটু আগে শেষ হল বাংলাদেশ দলের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন, নির্ধারিত সময়ের চেয়ে একটু দেরিতেই। খানিক এই বিলম্বই হয়ে থাকল দেশের ক্রিকেটের বেঁচে থাকার কারণ।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদরা জুমার নামাজ আদায়ের জন্য আল নূর মসজিদে যাচ্ছিলেন। মসজিদে প্রবেশের আগমুহূর্তে সেখানে অস্ত্রধারী হামলা শুরু করে। মসজিদের ভেতরে প্রাণ হারান নিরীহ ৪২ জন মানুষ, আহত হন জনা পঞ্চাশেক। রীতিমত ভাগ্যগুণে বেঁচে ফেরেন ক্রিকেটাররা। শুধু ক্রিকেট-বিশ্ব নয়, গোটা বিশ্বেই তখন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে উদ্বেগ।
সেই উদ্বেগ দেশের ক্রিকেট অঙ্গনকে মানসিক আঘাত দিয়েছিল। ক্রিকেটারদের অনেকে বিমর্ষ ছিলেন অনেকদিন। ধাক্কা কাটাতে তাদের পরিবারের কাছে পাঠানো হয়। ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হওয়ায় ক্রিকেটাররা দ্রুত ফিরে আসেন নিজভূমে। কিন্তু সেই দুঃস্মৃতি ক্রিকেটপাড়াকে তাড়া করে বেড়ায় এখনো।

নিউজিল্যান্ডের মত শান্তিপ্রিয় দেশ আল নূর মসজিদের সেই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনাকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। হতাহতদের পাশে দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। নিউজিল্যান্ডে ক্রিকেট তো বটেই, জীবনযাত্রাও এখন স্বাভাবিক। কিন্তু মৃত্যুপুরী থেকে ফেরা বাংলাদেশের ক্রিকেট সেই ঘটনা স্মরণ করলে শিউড়ে উঠবে আজীবন।
ঘটনায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্টকে (বর্তমানে ২৯ বছর) আটক করা হয়। অপরাধী জানায়- সে অনুতপ্ত নয়। তার বিরুদ্ধে করা মামলা এখনো প্রক্রিয়াধীন। পৃথিবীর কোটি কোটি প্রাণের ঘৃণার পাত্রে পরিণত হওয়া ব্রেন্টন বড় শাস্তিই পেতে পারে নিউজিল্যান্ডের কঠোর আইনে।

ক্রাইস্টচার্চের সেই ভয়াল দিনের কথা স্মরণ করছে নিউজিল্যান্ড, একইসাথে গোটা বিশ্ব। যদিও মহামারি করোনাভাইরাসের কারণে প্রাণ হারানোদের উদ্দেশ্যে স্মরণিকা-অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।