Scores

তামিম-মুস্তাফিজ না থাকার সুবিধা নিতে চান ডুমিনি

‘আমার মনে হয়, ওদের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি। ওরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার মনে হয়, এটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’

তামিম-মুস্তাফিজ না থাকার সুবিধা নিতে চান ডুমিনি

 

Also Read - জয় দিয়ে ইতি টানার প্রত্যাশা মাশরাফির


একের পর এক হারে এমনিতেই বিধ্বস্ত বাংলাদেশ শিবির। তার উপর নতুন করে জুটেছে দলের অন্যতম সেরা দুই ক্রিকেটারের ইনজুরি। এর মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড় যখন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপরের বাক্যগুলো এসে বলেন, বুঝতে হয়- বাংলাদেশের সময়টা খারাপই যাচ্ছে।

শনিবার এভাবেই খোলামেলাভাবে তামিম-মুস্তাফিজ না থাকার সুবিধা আদায়ের পরিকল্পনার কথা জানালেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেপি ডুমিনি।

আগের দুই ওয়ানডের মতো এই ম্যাচে উইকেট ব্যাটিং-বান্ধব হওয়ার সম্ভাবনা কম। ডুমিনি বলেন, উইকেট নিচু, একটু মন্থর হতে পারে। উইকেট যেমনই হোক প্রথম ঘণ্টায় চ্যালেঞ্জ থাকবে। ব্যাটিং-বোলিং যেটাই পাই আমাদের সেটা ভালোভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তামিম-মুস্তাফিজের না থাকা প্রসঙ্গে তিনি বলেন, বড় ম্যাচে তামিম এবং মুস্তাফিজের মতো দুইজন কি প্লেয়ারকে হারানো অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতি। একইসঙ্গে এটা আমাদের জন্য ভালো হয়েছে। তবে আমরা যদি বড় ম্যাচে কি প্লেয়ার হারাই, তবে এটা নতুনদের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ। আমি মনে করি বাংলাদেশ নিজেদের সেরা পারফর্মেন্স দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাই আমরাও চেষ্টা করবো এই রবিবারের ম্যাচটা নিজেদের করে নিতে।’

এদিকে এক মাসে একপেশে চারটি ম্যাচে দাপটের সাথে জয় পেলেও বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ডুমিনি, ‘যখন সীমিত ওভারের ক্রিকেটের কথা আসবে, তখন বাংলাদেশ অবশ্যই চ্যালেঞ্জিং একটি প্রতিপক্ষ। অবশ্য শেষ দুটি ওয়ানডে নিতে আমি সন্তুষ্ট। আমরা সকল বিভাগে ভালো করেই জিতেছি। তবে আমাদের পরবর্তী ম্যাচে ভালো করতে হবে। কেননা আমি নিশ্চিত, বাংলাদেশও জয় পেয়ে নিজেদের প্রমাণের জন্য মাঠে নামবে। আমি আগেই বলেছি, এই সিরিজে আমরা ৩-০ ব্যবধানে তাদের হোয়াইটওয়াশ করতে চাই, যদিও বাংলাদেশও সকল বিভাগে ভালো খেলে জিততে চাইবে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ত্রিনবাগোর বিপক্ষে ‘সাকিবদের’ বড় জয়

বিপিএল মাতাতে আসছেন ডুমিনি

শেষটাতেই যেন থমকে গেলেন তারা

‘লজ্জিত’ প্রোটিয়াদের হয়ে ক্ষমা চাইলেন ডুমিনি

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না প্রোটিয়া তারকা