Scores

তারুণ্য-নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্যের পর এবার জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে বৃহস্পতিবার (২২ জুলাই)।

তারুণ্য-নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সাধারণত তরুণদের প্রাধান্য দেয় বাংলাদেশ। এবার দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলছেন না। এতে তরুণদের দায়বদ্ধতাও বেড়েছে। বাংলাদেশের বিপক্ষে অবশ্য যে স্কোয়াড সাজিয়েছে জিম্বাবুয়ে, তাও তারুণ্যে ভরপুর। তাই সিরিজটি দুই দলের তরুণদের দ্বৈরথের মঞ্চও হয়ে উঠছে।

২২ জুলাই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ও ওয়ানডে খেলার পর কন্ডিশন আর অচেনা নয় বাংলাদেশের জন্য। উইকেট বিবেচনায় এই ম্যাচেও ব্যাটসম্যানদের দাপট দেখা যেতে পারে।

তারুণ্যনির্ভর স্কোয়াড থেকে একাদশ সাজানোর ক্ষেত্রে গুরুত্ব পাবে অভিজ্ঞতাও। একাদশে পেসার থাকার সম্ভাবনা ৩জন। অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারির। এছাড়া সাকিব আল হাসানের সাথে স্পিন বিভাগে দেখা যেতে পারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসানের মত তরুণদের।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ 

জিম্বাবুয়ে : রেগিস চাকাভা, তারিসাই মুসাকান্দা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলে মাধেভেরে, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ডোনাল্ড টিরিপানো, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ : সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে ফিরল জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে হারিয়ে স্কটল্যান্ডের চমক

টেলরের বিদায়ী ম্যাচেও জিম্বাবুয়ের অসহায় আত্মসমর্পণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রেন্ডন টেলরের

রাজা-মুজারাবানির দুর্দান্ত পারফর্মে জিম্বাবুয়ের জয়