
পশ্চিমা বাহিনী আফগানিস্তান ছাড়ার কয়েক মাসের মধ্যেই দেশটির দখল নিয়েছে তালেবানরা। টেস্ট খেলুড়ে দেশটিতে চলমান অস্থিরতার রেশ পড়েছে ক্রিকেট অঙ্গনেও। তালেবানরা স্টেডিয়াম দখলে নেওয়ায় আফগানিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আগামী অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরের সুপার টুয়েলভে আফগানিস্তান সরাসরি অংশগ্রহণ করবে। এ নিয়ে যখন দেশটিতে ক্রিকেট উন্মাদনা থাকার কথা, তখন হামলা-আক্রমণের খবরে ক্রিকেটই শঙ্কার মুখে।
আইপিএলের তিন তারকা ছাড়া আফগানিস্তানের বিশ্বকাপ দলের বাকি ক্রিকেটাররা নিজ দেশেই প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের বিশ্বকাপের উন্মাদনা ফিকে হয়ে গেছে। কান্দাহার ও গজনি দখলের পর তালেবানরা এগিয়ে আসছে রাজধানী কাবুলের দিকে। ইতোমধ্যে আফগানিস্তানের ৬টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের ৩টিই এখন তালেবানদের দখলে।
স্থানীয় স্টেডিয়ামে যে ক্রিকেটাররা অনুশীলন করছিলেন তারাও এখন ব্যাট-প্যাড গুটিয়ে মাঠের বাইরে সময় কাটাচ্ছেন। তাদের অনুশীলনের ব্যাপারে বোর্ডও কোনো সদুত্তর দিতে পারেনি।
এই দুঃসময়ে আফগান দুই তারকা মোহাম্মদ নবী ও রশিদ খান তাদের ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। এগিয়ে এসেছেন অন্যান্য ক্রিকেটাররা। তবে আফগানিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতি কীভাবে নেবে এ নিয়ে ঘোর সংশয় ও উদ্বেগ দেখা দিয়েছে।
As an Afghan, I bleed to see where my beloved country is today. Afghanistan descends into Chaos and there has been a substantial rise in calamity and tragedy and is currently in humanitarian crisis. Families are forced to leave their homes behind and head to Kabul with an unknown
— Mohammad Nabi (@MohammadNabi007) August 10, 2021
Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
We want peace.🙏— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।