তাসকিনকে নিয়ে আর দুশ্চিন্তা নেই : বাশার
চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের রঙিন পোশাকেই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ
তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া চোট থেকে অবশেষে মুক্তি মিললো তাসকিন আহমেদের। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তাসকিনকে নিয়ে আর দুশ্চিন্তা নেই।
গত মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যান তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজ জিততে দলে বড় অবদান রাখেন এই পেসার। সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। তবে সফরের মাঝপথে আবারও চোট হানা দেয় তাসকিনকে। ফলে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করলেন তাসকিন। তবে ক্যারিবিয়ান দ্বীপে রঙিন পোশাকের সিরিজে তাসকিনকে পেতে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে উঠবেন তাসকিন। নির্বাচক বাশার জানিয়েছেন, তাসকিন গত দুই দিন কোনো সমস্যা ছাড়াই বোলিং করেছেন এবং এখন আর তার কোনো চোটের সমস্যা নেই।
বাশার বলেন, "এখন পুরোপুরি সুস্থ আছে। হালকা একটু দুশ্চিন্তা ছিল। তবে আজ ও কাল বোলিং করেছে যেভাবে কোনো দুশ্চিন্তা নেই আর। ও ২৪ তারিখে যাবে। চিকিৎসকের কথা অনুযায়ী ও নিজের শারিরীক সুস্থতা, সব দিক দিয়েই তাসকিন এখন সুস্থ।"
উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি হবে আগামী ২ ও ৩ জুলাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।