Scores

তাসকিনদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান সুজনের

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন মনে করেন, পরিশ্রমের পাশাপাশি শৃঙ্খলা ছাড়া সফল খেলোয়াড় হওয়ার সুযোগ নেই। আর তাসকিন আহমেদের মত তরুণ ক্রিকেটারদের সেই মন্ত্রই শুনিয়েছেন এই জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব।

তাসকিনদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান সুজনের

বিডিক্রিকটাইম এর লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুজন বলেন, ‘কঠিন পরিশ্রমের বিকল্প নেই। যে যত বড় খেলোয়াড়ই হোক, কখনো পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। আর অবশ্যই সাথে শৃঙ্খলাও মেনে চলতে হবে।’

Also Read - হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!


সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সুজনের সাথে আলাপচারিতায় যুক্ত হয়েছিলেন তার শিষ্য জাতীয় দলের পেসার তাসকিনও। এ সময় সুজন তাসকিনের প্রশংসা করে বলেন, ‘তাসকিনের মধ্যে সব ধরনের গুণ আছে, একজন ফাস্ট বোলারের যে যে গুণ থাকতে হয়। যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সে বিধ্বংসী বোলিং করার সামর্থ্য রাখে। কিন্তু সেজন্য শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।’

চোটের বিরুদ্ধে লড়তে গিয়ে সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছেন তাসকিন। তার হারানো ছন্দ ফিরিয়ে দিতে করোনা প্রাদুর্ভাবের সময় তাসকিনকে নিয়ে কাজ করছেন সুজন।


তিনি বলেন, ‘তাসকিনের সাথে আমি ইতোমধ্যে কাজ করেছি। ভিডিওতে টুকটাক কাজ হচ্ছে। তাসকিন আমাকে ওর ভিডিও পাঠায়, আমি দেখে মন্তব্য করি। ওর ফলো থ্রু সোজা ব্যাটসম্যানের দিকে যাওয়ার জন্য বলেছি। ছোট ছোট টেকনিক্যাল দিক নিয়ে কাজ করছে। মাশাআল্লাহ উন্নতিও করছে। ওর সর্বশেষ ভিডিওতে দেখলাম, অনেক উন্নতি করেছে। দারুণভাবে কামব্যাকের জন্য এই লকডাউন তাসকিনের জন্য সবচেয়ে কার্যকর হতে পারে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য