Scores

তাসকিনের কাছে আরও দ্রুত গতি চান ওয়ালশ

বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলারদের তালিকা করলে সেখানে গতির তুলনায় সবার উপরেই থাকার কথা তরুণ পেসার তাসকিন আহমেদের নাম। যদিও সাম্প্রতিককালে তার বোলিংয়ে নেই আগের ধার, কিছুটা কমে গেছে গতিও। তাসকিনের পুরনো ধার যাতে ফিরে আসে, সেই সঙ্গে গতি- এজন্য ক্যাম্পে তাকে নিয়ে বিশেষভাবে কাজ করছেন জাতীয় দলের বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।

ওয়ালশের মতে, বল ডেলিভারির সময় আগ্রাসী মনোভাব দূর করার পাশাপাশি সঠিক এরিয়ার বল ফেলার কৌশল রপ্ত করতে হবে তাসকিনকে। আর তাতেই তিনি হয়ে উঠতে পারেন বিশ্ব-ক্রিকেটের অন্যতম সেরা গতি-তারকা।

Also Read - বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, প্রত্যাশা ম্যাকগ্রার


এ প্রসঙ্গে আলাপকালে মঙ্গলবার ওয়ালশ বলেন, ‘আমার মনে হয় সে ঐ এরিয়ায় বল করতে পারছিল না, যেভাবে সে চাইছিল। আমরা চাই সে ঝড়ো গতিতে বল করুক, কারণ তার গতি আছে এবং সে এটা কাজেও লাগাতে পারে। তাকে আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণে আনতে হবে, এবং গতিকে কাজে লাগানোর জন্য তাকে সঠিক জায়গায় বল ফেলতে হবে।’

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলিও পারফরমেন্স অসাধারণ হলেও নিষ্প্রভ ছিলেন তাসকিন। পুরো আসর জুড়ে তার শিকার ছিল মাত্র দুটি উইকেট, তাও দুটিই একই ম্যাচে- নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ঐতিহাসিক ম্যাচটিতে। ইকোনমি রেটের দিক থেকেও তাসকিন ছিলেন বেমানান। প্রস্তুতি ক্যাম্পে তাই কোচ ওয়ালশের আলাদা নজর থাকছে তার উপর।

টেস্টে তাসকিনের অভিষেক ঘটেছে চলতি বছর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে ভাবা হচ্ছে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম বড় ভরসা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

অবশেষে চাকরি পেলেন ওয়ালশ, তবে ‘অস্থায়ী

বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

নিজ ইচ্ছাতেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ালশ!

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা