Scores

তাসকিনের খোঁজ নিলেন সৌরভ গাঙ্গুলি

কয়েকদিন আগেই ভারত ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সামনেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে ভারতের। তার আগে প্রথম আলোর সঙ্গে সাক্ষাতকারে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের কথা জিজ্ঞাসা করলেন ভারতের এ নতুন বোর্ড প্রধান।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে পেসার তাসকিন। ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। অভিষেক ম্যাচেই বল হাতে পাঁচ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এরপর যতবারই ভারতের মুখোমুখি হয়েছে ততবারই বল হাতে সাফল্য পেয়েছেন এ পেসার। আগামী মাসেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

Also Read - বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলেন সৌরভ


টেস্ট দলে জায়গা পাওয়ার গুঞ্জন রয়েছে তার। আপাতত চোটের কারণে দলের বাইরে রয়েছেন তিনি। বিসিসিআইয়ের নতুন বোর্ড প্রধান বাঙালী হওয়ায় বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখেন প্রায়ই। তাই তো পেসার তাসকিনের কথা ভুলেননি তিনি। চোট থেকে সেরে উঠেছে কিনা সেটি জিজ্ঞাসা করলেন সৌরভ।

“আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়….ওই যে ডান হাতে জোড়ে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি।”

 


তাসকিনের পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন গাঙ্গু্লি। বিশ্বকাপে অন্যান্য দলের তুলনায় পেস অ্যাটাকে দুর্বল ছিল বাংলাদেশ। সাফল্য বলতে মুস্তাফিজই এগিয়ে ছিলেন। তারপরেই ছিলেন সাইফউদ্দিন। আর সেটিই টুর্নামেন্ট শেষে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেটির কথাও তুলে ধরলেন সৌরভ।

বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেই স্টোকস-বাটলার

অবসরে যাচ্ছেন না ধোনি, করছেন কঠোর পরিশ্রম

এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করল এসিসি