তাসকিনের দাবি 'সুস্থ', নিশ্চয়তা নেই দেবাশীষের কাছে
তাসকিনের ঢাকা টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা রইল এখনও।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-06-07T18:17:25+06:00
আপডেট হয়েছে - 2023-06-07T18:20:05+06:00
চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে তাসকিন আহমেদ। খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও তাসকিনের দাবি, খেলার মতো পুরোপুরি সুস্থ তিনি।
বুধবার (৭ জুন) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তাসকিন আফগানদের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও যাচাইয়ের অপেক্ষায়। তিনি বলেন-
'তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে। যখন অপটিমাম ওয়ার্কলোড অর্জন করবে তখনই খেলার জন্য প্রস্তুত। যেহেতু অনেক দিন বোলিং করেনি, বোলিং না করলে তো ওয়ার্কলোড আসবে না। একটা অপটিমাম লেভেল ওয়ার্কলোড লাগবে। এটা পুরোপুরি সফটওয়্যার প্রোগ্রাম। সফটওয়্যার বলে দিবে ও অন জোনে আছে। যদি গ্রিন জোনে থাকে ও খেলতে পারবে।'
তবে খানিক পর ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাসকিন গণমাধ্যমকে জানান, তিনি পুরোপুরি সুস্থ, 'আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি এখন সুস্থ। পুরোদমে ট্রেনিং করছি এবং টেস্টের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ সুস্থ রাখলে আমি মনে করি প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ্।'
তাসকিন খেলতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। আপাতত টাইগারদের ক্যাম্পে তার ব্যস্ত সময় কাটছে। প্রচণ্ড গরমে সেই ক্যাম্পে গলদঘর্ম হতে হলেও পেশাদার ক্রিকেটার হিসেবে তাসকিন সবটাই মেনে নিচ্ছেন।
তিনি বলেন, 'আল্লাহর রহমতে ভালো হচ্ছে। যদিও বাইরে প্রচণ্ড ঠাণ্ডা, কষ্ট হচ্ছে সবার... হাহা। আবহাওয়া যেমনই হোক খেলোয়াড় হিসেবে আমাদের মেনে নিতে হবে। ইনশাআল্লাহ্ আমরা প্রস্তুত, ভালো কিছু হবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান অনেক ভালো করছে। অনেক খেলোয়াড় লিগগুলোতে ভালো করছে। চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। তবে সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা ভালো করব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।