Scores

তাসকিনে মুগ্ধ বোলিং কোচ, ‘মিস’ করবেন মুস্তাফিজকে

বিশ্রামের কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হবে না দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানের। তার অনুপস্থিতিতে এই ম্যাচে পেস আক্রমণভাগ সামলানোর দায়িত্ব পেতে পারেন তাসকিন আহমেদ- যিনি সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন।

তাসকিনে মুগ্ধ বোলিং কোচ, ‘মিস’ করবেন মুস্তাফিজকে

শনিবার (৩১ আগস্ট) এই দুই শিষ্যকে নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

Also Read - রিজার্ভ ডে তে গড়াল বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি ম্যাচ


ল্যাঙ্গাভেল্ট বাংলাদেশ দলের সাথে কাজ শুরু করেছেন বেশি দিন হয়নি। এই সময়ের মধ্যেই প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনে  তাসকিনের পারফরম্যান্স দেখে তিনি রীতিমত মুগ্ধ। তাসকিন শিখছেন দ্রুত, জানার আগ্রহও বেশ। এই বিষয়ই ভালো লেগেছে নতুন কোচের।

ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘তারা তিনজন ভালো গতিতে বল করতে পারে। বিশেষ করে তাসকিন। সে খুব দ্রুত শিখছে। দলের জন্য সে ভালো কিছু করতে পারবে এমন আশাই করি। তবে আরও অনেক শিখতে হবে। বড় এক ইঞ্জুরির পর সে যেভাবে বল হাতে ফিরেছে তা দেখে আমি রোমাঞ্চিত। দ্বিতীয়বার নতুন বল নেওয়ার আগে একটু সংগ্রাম করতে হয়েছে তাকে। কারণ পর্যাপ্ত ম্যাচ খেলা হয়নি তার। তাসকিন আমাকে বারবার প্রশ্ন করে, জানতে চায়। অন্যরাও অনেক কিছু জানতে চায়।’

এদিকে মুস্তাফিজের বিষয়ে ল্যাঙ্গাভেল্ট জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটের কথা ভেবেই চট্টগ্রাম টেস্টের দলে রাখা হয়নি তাকে। তিনি বলেন, ‘মুস্তাফিজকে আমরা সাদা বলে খেলার জন্য প্রস্তুত করছি। আমরা সবাই-ই জানি যে ও ভালো বোলার। আর এজন্যই তার পর্যাপ্ত বিশ্রাম দরকার। সেটা মাথায় রেখেই আমরা ওকে বিশ্রাম দিয়েছি। মুস্তাফিজকে কে মিস করবে না? তার মত দুর্দান্ত বোলারকে আপনি মিস না করলে আপনার সমস্যা আছে। সবাই ওকে মিস করব।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পাঞ্জাবের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

গিবসনের সঙ্গে আলোচনা চলছে বিসিবির!

সুজনের কোচ হওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন মাশরাফি-মাহমুদউল্লাহ

সুযোগ পেলে বোলিং কোচ হতে আগ্রহী সুজন

ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দিল বিসিবি