Scores

তাসকিনের হাতে ‘৩’ সেলাই, ‘৭২’ ঘণ্টা পর্যবেক্ষণে

একের পর এক চোট পিছু লেগেছে তাসকিন আহমেদের। জাতীয় দলের এই পেসার চোটের কারণে আবারো খেলা থেকে দূরে। চোট সারাতে হাতে লেগেছে সেলাই, আছেন পর্যবেক্ষণে।

তাসকিনের হাতে '৩' সেলাই, '৭২' ঘণ্টা পর্যবেক্ষণে

দল থেকে বেশ কয়েক সিরিজ বাইরে ছিলেন তাসকিন। কঠোর পরিশ্রম করে আবারো নিজেকে প্রমাণ করে ফিরে এসেছিলেন দলে। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না। প্রাথমিক দল থেকে মূল স্কোয়াড ঘোষণার আগেই চোটে পড়লেন এই ডানহাতি পেসার।

Also Read - ভারত শিবিরে তিন বড় ধাক্কা


‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয় সিরিজের প্রাথমিক স্কোয়াডের আনুষ্ঠানিক অনুশীলনের সময় বাঁ হাতে চোট পান তাসকিন। আঘাত পাওয়ার পর আর অনুশীলনই করতে পারেননি। তাৎক্ষনিক হোটেলে ফিরে যান এবং চিকিৎসকের শরণাপন্ন হন।

শেষপর্যন্ত বাঁ হাতে সেলাই নিতে হয়েছে তাসকিনকে। মোট ৩টি সেলাই পড়েছে তার হাতে। এখনই অবশ্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন এমন বলার সুযোগ নেই। আপাতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তিনি। পর্যবেক্ষণ শেষে চোটের অবস্থা দেখে নেওয়া হবে সিদ্ধান্ত। তাসকিনের চোট ‘বোলিং হ্যান্ড’ এ নয়, তাই ক্যারিবীয় তাকে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত তাই তার বিকল্প হিসেবেও কারও কথা ভাবা হচ্ছে না।

তাসকিনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিডিক্রিকটাইমকে বলেন,তাসকিনের হাতের অবস্থা ভালো। ৩টি সেলাই লেগেছে, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে আছে। শুধু চামড়া ছিলেছে, মাংসে লাগেনি। আমরা মেডিকেল টিম খুবই আশাবাদী। যেহেতু বোলিং হ্যান্ডে চোট না, তাই ব্যান্ডেজ নিয়ে খেলা যাবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুমিনুলের বিশ্বাস ক্যান্ডিতে আধিক্য কম থাকবে না তাসকিন-শরিফুলদের

প্রধানমন্ত্রী ও বিসিবিকে তাসকিনের ধন্যবাদ জ্ঞাপন

কনওয়ের কণ্ঠে তাসকিনের প্রশংসা

কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রান পাহাড়

স্মরণীয় ম্যাচে জিততে না পারার আক্ষেপ মেহেদীর