
তাসমানিয়ার কাছে ‘৫’ উইকেটে হেরেছে এইচপি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-12T18:35:13+06:00
আপডেট হয়েছে - 2024-08-12T18:35:13+06:00
তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় এইচপি। জবাব দিতে নেমে ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া টাইগার্স। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হেরেছে বাংলাদেশ এইচপি।
আগে ব্যাট করতে নামা এইচপিকে ভালো শুরু এনে দেন ওপেনার জিসান আলম। বেশ মারমুখি ব্যাটিংয়ে দলের ইনিংসকে টানতে থাকেন তিনি। আরেক প্রান্তে কিছুটা নড়বড়ে ছিলেন তানজিদ হাসান তামিম। রানের দেখা পেলেও এগিয়েছেন বেশ ধীর গতিতে। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৭৩ রান। ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলে বিদায় নেন তানজিদ।
জুটি ভাঙার পরের বলেই আউট হন জিসান। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দলের হাল ধরেন তিনে নামা পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত টিকে থেকে ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ইমন। এছাড়া ১৭ বলে ২০ রান করেন আকবর আলী। ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন আবু হায়দার রনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি দাঁড় করায় এইচপি।
তাসমানিয়ার হয়ে ২ উইকেট নেন গেইব বেল।
জবাব দিতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খায় তাসমানিয়া। ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে দল, রান মাত্র ৫১। তবে এরপর দলের হয়ে প্রতিরোধ গড়েন জ্যাক ডোরান। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়াতে শুরু করে তাসমানিয়া।
শেষমেশ ডোরানের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ফিফটি হাঁকানো ডোরান ৩৭ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ রান করেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।