Scores

‘তিনটি দল গঠন করার মতো খেলোয়াড় আমাদের নেই’

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে সিনিয়র ক্রিকেটারদের ছুটি নেওয়ার গুঞ্জন ভাসছে। মুশফিকুর রহিম টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না- এমন সংবাদও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এখনো কোনো ক্রিকেটার ছুটির আবেদন করেননি।

'তিনটি দল গঠন করার মতো খেলোয়াড় আমাদের নেই'

করোনাভাইরাসের এই সময়টাতে কোনো সফরে গেলেই আগে হোটেলবন্দী হয়ে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ হয়নি। তাই সেখানে ক্রিকেটারদের কোয়ারেন্টিন যত সময় করানো যায় সেই চেষ্টা করছে বিসিবি। মঙ্গলবার গণমাধ্যমে জালাল ইউনুস বলেন,

Also Read - রাহাতুলের অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সের দাপুটে জয়

‘কোয়ারেন্টিন আমি যেটা জানি ১৪ দিনের না, কম হওয়ার কথা। আমরা চেষ্টা করছি যত কম সময় দলকে কোয়ারেন্টিনে রাখা যায় এবং তারা যেন শীঘ্রই অনুশীলনে নামতে পারে এই ব্যবস্থা করার। কারণ জিম্বাবুয়ে অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থায় আছে।’

খেলোয়াড়দের ছুটি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ছুটি দিতে তাদের কোনো সমস্যা নেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অনেক আগেই সে কথা জানিয়ে দিয়েছেন, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

‘২০২১ সালে আমাদের অনেক খেলা আছে। যদি কোনো খেলোয়াড় ছুটি নিতে চায়, তাহলে ওরা বলতেই পারে। কেউ ছুটি চাচ্ছে সেটা এখনো নিশ্চিত না। গণমাধ্যমে কিছু নামও দেখেছি কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কারো কাছে থেকে জানতে পারিনি। কেউ এখনো আমাদের বলেনি যে আমি এই সিরিজ খেলব, বা ওই সিরিজে থাকব না কিংবা টি-টোয়েন্টিতে খেলব। যদি কেউ বলতে চায় বলতে পারে, এটা মাননীয় সভাপতিও আগে বলেছিল। তারা বোর্ডের কাছে বললেই দেখা যাবে।’

তবে বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা ছুটিতে গেলে বিপদে পড়তে হবে দলকে- এই কথাও অস্বীকার করার উপায় নেই। জালাল ইউনুসও সরাসরি বলেছেন, বেশির ভাগ ক্রিকেটারদের ছুটি দিয়ে ভিন্ন ভিন্ন দল গঠনের মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই।

জালালের ভাষায়, ‘তাহলে আপনার অনেক রিভার্জ খেলোয়াড় থাকতে হবে। এখন পর্যন্ত তিন সংস্করণে তিনটি দল গঠন করে খেলার মতো খেলোয়াড় কী আছে আমাদের? আমাদের এখনো ওইভাবে খেলোয়াড় তৈরি হয়নি। কয়েক জন খেলোয়াড় আছে যাদের এখনো দলে খুব প্রয়োজন আছে। এরপরে আবার একজনকে সব জায়গায় সব ম্যাচ খেলালে তার চোটে পড়ার সম্ভাবনা থাকে। ওইদিকেও খেয়াল রাখতে হবে। 

 

Related Articles

পাকিস্তানের বিপক্ষে সিরিজে আফগান স্কোয়াডে চমক

ভারতকে ৩ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা

হারের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকে দুষলেন রিয়াদ

শাস্তি পেলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা

চার দশক আগের স্মৃতির পুনরাবৃত্তি করল ভারত