Scores

তিনশতম ম্যাচে ধোনির নতুন রেকর্ড

বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি

dhoni-india-capt_dhaka

বৃহস্পতিবারের ম্যাচটি ছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্যারিয়ারের ৩০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে ধোনি বনে গেছেন বিরল এক তালিকার সদস্য, যে তালিকায় তার আগে নাম লিখিয়েছেন মাত্র ১৯ জন ক্রিকেটার। তাদের সবার বৈশিষ্ট্য হচ্ছে- উত্থান-পতনের ক্যারিয়ার দাপরে এঁরা সবাই খেলেছেন ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

Also Read - সাকিবের মন্ত্রেই পাল্টে গেলো চিত্রনাট্য!


শুধু খেলোয়াড় হিসেবে তো বটেই, এই ম্যাচে মাঠে নেমে ধোনি গড়েছেন আরেকটি রেকর্ড- সেটি উইকেটরক্ষক হিসেবে। কুমার সাঙ্গাকারার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উইকেটরক্ষকের ভূমিকায় ৩০০টি ম্যাচ খেললেন ধোনি। অবসর নেওয়ার আগ পর্যন্ত সাঙ্গাকারা মোট ৩৬০টি ম্যাচে ছিলেন উইকেটরক্ষকের ভূমিকায়।

ধোনির আগে ভারতীয়দের মধ্যে ৩০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকারও। লম্বা ও সমৃদ্ধ ক্যারিয়ারে ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত কিংবদন্তী খেলেছিলেন ৪৬৪টি ম্যাচ। যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ধোনি গড়লেন রেকর্ড, সেই লঙ্কানদের তিন সাবেক ক্রিকেটার খেলেছেন ৪০০ ম্যাচ। এঁরা হলেন- সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

ধোনির নতুন এই কীর্তি স্মরণ করিয়ে দিচ্ছে তার আরও কিছু বিচিত্র রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৩১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ধোনি। রান তাড়া করে সফল হয়েছেন, এমন ম্যাচগুলোতে ধোনির ব্যাটিং গড় ১০১.৮৪। সব ফরম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডিসমিসালও তার- ৭৩৭ বার।

ধোনির তিনশতম ম্যাচে ‘৩০০’ নিয়ে ঘটেছে আরও একটি ঘটনা। সফরকারী অধিনায়ক বিরাট কোহলিকে আউট করে এই ম্যাচেই মালিঙ্গা পেয়েছেন তার ওয়ানডে ক্যারিয়ারের তিনশতম উইকেট!

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে খেলায় ফেরালেন শফিকুল-মেহেদী

ভারতের বিপক্ষে প্রথম ওভারেই রনির বাজিমাত

সবাইকে ছাপিয়ে ‘রাজত্ব’ দখলে নিলেন কোহলি

ধোনি-কোহলি কী ফিক্সিং করবেন? জবাব দিলেন অজিত সিং

কোহলির ব্র্যান্ড ভেল্যু ২০৬ কোটি টাকা!