Scores

তিন দিনের ব্যবধানে চাহারের দুই হ্যাটট্রিক!

ভারতীয় পেসার দিপক চাহার যেন ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠছেন! বাংলাদেশকে সিরিজ হারানোর পেছনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার বোলিংয়ের ছিল বড় ভূমিকা। ২৭ বছর বয়সী ডানহাতি পেসার সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। সেই হ্যাটট্রিকের তৃতীয় দিনের মাথায় তিনি করেছেন আরেকটি হ্যাটট্রিক!

তিন দিনের ব্যবধানে চাহারের দুই হ্যাটট্রিক!

চাহারকে দেখে এখন যে কারো মনে হতে পারে, হ্যাটট্রিক করা বুঝি খুব সহজ কাজ। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চাহার ব্যস্ত হয়ে পড়েন ঘরোয়া ক্রিকেটে। সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে রাজস্থানের হয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) মুখোমুখি হন বিদর্ভের।

Also Read - এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা


সেই ম্যাচে হ্যাটট্রিক করে সবাইকে চমকে দেন চাহার। ৩ ওভার বল করে মোট ৪টি উইকেট শিকার করেন, খরচ করেছেন ১৮ রান। ছিল একটি মেডেন ওভারও। তার দুর্দান্ত বোলিংয়ে ১৩ ওভারে ৯ উইকেটে ৯৯ রান জড়ো করে বিদর্ভ।

এদিন তিনি হ্যাটট্রিক করেছেন যথাক্রমে দর্শন নালকান্দে, শ্রীকান্ত ওয়াঘ ও  অক্ষয় ওয়াদকারকে সাজঘরে ফিরিয়ে। ১৩তম ওভারে বিদর্ভের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যখন দ্রুত রান তোলার চেষ্টা করছেন, তখনই হানা দেন চাহার। হ্যাটট্রিক করেন ঐ ওভারেই।

বিদর্ভের একজন ব্যাটসম্যান ম্যাচ শুরুর পর ইঞ্জুরিতে পড়ায় ব্যাট হাতে ক্রিজে নামতে পারেননি। ফলে ৭ ওভার বাকি থাকতেই ইনিংসের ইতি ঘটে দলটির।

নাগপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ রানে ৬ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন চাহার। ঐ ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকও। তাকে দেখে মনে হতে পারে, হ্যাটট্রিক করা বুঝি খুবই সোজা!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

দীপকের ব্যাটে চড়ে ভারতের অবিশ্বাস্য জয়

ক’রোনা জয় করে দলে ফিরলেন দীপক চাহার

ছিটকে গেলেন চাহার, ভারত খুঁজল বদলি

ব্যাটিংয়ে শীর্ষে নাইম, বোলিংয়ে চাহার

চাহারের হ্যাটট্রিক, গড়লেন বিশ্বরেকর্ডও