তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে বাবর
ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় বাবর আছেন পঞ্চম স্থানে। সীমিত ওভারের দুই ফরম্যাটে আগে থেকেই শীর্ষ পাঁচে ছিলেন তিনি।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে স্টিভ স্মিথ, বিরাট কোহলি, মার্নাস লাবুশানে কেন উইলিয়ামসন ও বাবর আজম। শীর্ষ পাঁচে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া বাবর গড়েছেন দারুণ নজির। বর্তমানে তিন ফরম্যাটেই শীর্ষ তিনে রয়েছেন তিনি। টি-টোয়েন্টির শীর্ষস্থানীয় এই ব্যাটসম্যান ওয়ানডেতে আছেন তৃতীয় স্থানে।
Also Read - ক্রিকেটারদের বাসায় বাসায় গিয়ে হবে করোনা পরীক্ষা
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দশ ব্যাটসম্যানের মধ্যে উন্নতি ঘটেছে শুধু বাবরেরই। বাকি নয়টি স্থানই অপরিবর্তিত রয়েছে।
টেস্টে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। উন্নতি ঘটেছে স্টুয়ার্ট ব্রডের, উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এতে তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে নেইল ওয়াগনারকে। টিম সাউদি ও জেসন হোল্ডার আছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।
অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষে রয়েছেন যথারীতি বেন স্টোকস। এরপর রয়েছে যথাক্রমে জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও রবিচন্দ্রন অশ্বিন।
একনজরে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ
- ব্যাটসম্যান
ক্রম/নাম | দেশ | রেটিং |
১. স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ৯১১ |
২. বিরাট কোহলি | ভারত | ৮৮৬ |
৩. মার্নাস লাবুশানে | অস্ট্রেলিয়া | ৮২৭ |
৪. কেন উইলিয়ামসন | নিউজিউল্যান্ড | ৮১২ |
৫. বাবর আজম্ম | পাকিস্তান | ৭৯৮ |
- বোলার
ক্রম/নাম | দেশ | রেটিং |
১. প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | ৯০৪ |
২. স্টুয়ার্ট ব্রড | ইংল্যান্ড | ৮৪৬ |
৩. নেইল ওয়াগনার | নিউজিল্যান্ড | ৮৪৩ |
৪. টিম সাউদি | নিউজিল্যান্ড | ৮১২ |
৫. জেসন হোল্ডার | ওয়েস্ট ইন্ডিজ | ৭৯৭ |
- অলরাউন্ডার
ক্রম/নাম | দেশ | রেটিং |
১. বেন স্টোকস | ইংল্যান্ড | ৪৫৪ |
২. জেসন হোল্ডার | ওয়েস্ট ইন্ডিজ | ৪৪৭ |
৩. রবীন্দ্র জাদেজা | ভারত | ৩৯৭ |
৪. মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | ২৯৮ |
৫. রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ২৮১ |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।