তিন বছর পর প্রোটিয়া ওয়ানডে দলে এলগার
২০১৫ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন ডিন এলগার। এরপর লাল বলের ক্রিকেটেই বেশ মনযোগী ছিলেন এই বা-হাতি ব্যাটসম্যান। দীর্ঘদিন পর আবারও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে সুযোগ করে নিলেন ডিন এলগার।
অবশ্য এই সুযোগটাও এসেছে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলার ইনজুরির সুবাদে। মূলত আমলার ইনজুরিতেও কপাল খুলেছে এলগারের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছেন তিনি।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আমলার পরিবর্তে এলগারের দলে যোগদান নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আমলা ছাড়াও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়াতে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও দেখা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে। তার পরিবর্তে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ জেপি ডুমিনি।
Also Read - চোট সারাতে তামিমের ইংল্যান্ড-যাত্রা বুধবার২০১৫ সালে ভারতের বিপক্ষে মুম্বাইতেম সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এলগার। মাত্র ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রান ৯৮। যেখান গড় ২৪.৫০। দলটির নির্বাচকদের একজন লিন্দা জন্দি আশা করছেন এলগার জিম্বাবুয়ের বিপক্ষে ভালো কিছু করবে। ‘আমরা বলেছি যে, জিম্বাবুয়ে সিরিজটা আম আদের খেলোয়াড়দের জন্য একটি সুযোগও বটে ভালো করার। আমলার পরিবর্তে আমরা এলগারকে সুযোগ দিয়ে দেখতে চাচ্ছি যে, সে কতটা এটার সঙ্গে খাপ খাওয়াতে পারবে।’
সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দল দুটি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ ডিন এলগার, জেপি ডুমিনি, রেজা হেনডরিকস, ইমরান তাহির, ক্রিস্টিয়ান জোনকার, হেনরিখ ক্লাসেন, এইডেন মারকরাম, উইলেম মুলডার, লুঙ্গি এনগিদি, এন্ডাইল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, খায়া জোন্দো।