SCORE

“তিন বিভাগেই হেরে গেছি আমরা”

অ্যান্টিগা টেস্টে স্বাগতিক উইন্ডিজের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটাও হয়েছে বাজে, সেই সাথে কিছুটা হলেও ভেঙেছে মনোবল।

তিন-বিভাগেই-হেরে-গেছি-আমরা
সাকিব আল হাসান। ছবি: সিডব্লিউআই মিডিয়া

তিন দিনেই শেষ হওয়া টেস্টের পর সংবাদমাধ্যমের কাছে এসে অধিনায়ক সাকিব আল হাসান আত্মসমর্পণ করলেন অসহায়ভাবে। স্বীকার করে নিলেন, অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ উইন্ডিজদের চেয়ে পিছিয়ে ছিল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানান, এই ম্যাচ বাংলাদেশের জন্য কঠিন হবে- এটি আগেই আঁচ করতে পেরেছিলেন তারা। অবশ্য আঁচ করাটাই ছিল স্বাভাবিক। ব্যাটিং কিংবা বোলিং, কিংবা নিখুঁত ফিল্ডিং- নিজেদের মাটিতে তিন বিভাগেই দক্ষ উইন্ডিজ তো সাপের ছোবলের মতই শক্তিশালী! সাকিব বলেন, আমাদের জন্য ছিল কঠিন ম্যাচআমরা জানতাম, কঠিন হবেঅনেক জায়গা আছে, যেখানে আমাদের কাজ করতে হবে খুব ভালো একটি ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ) দলের কাছে তিন বিভাগেই হেরে গেছি আমরা।’

Also Read - হেলস বীরত্বে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতায় ইংল্যান্ড

উইন্ডিজের পেস বান্ধব কন্ডিশনে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ। আর তাই মানিয়ে নেওয়া সহজ হচ্ছে না বা হবে না বলে অভিমত সাকিবের, এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে নাকারণ এই ধরনের কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত নেই।’

সাকিবের দৃষ্টি এখন জ্যামাইকা টেস্টে, যা শুরু হবে আগামী ১২ জুলাই, পরের ৫ দিনে অনেক দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

যথাযথ প্রস্তুতির পাশাপাশি নিজেদের মানসিকতার উন্নতিও প্রয়োজন আছে বলে মনে করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ইতিবাচক মানসিকতায়ই নিজেদের দুঃসময় কাটাতে চান বাংলাদেশের সেরা ক্রিকেটার। সাকিব বলেন, ৫ দিনে আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি, সেটা হলো মানসিকতায় উন্নতিএটাই করতে পারি আমরাফিট থাকতে হবে এবং ইতিবাচক সবকিছু ভাবতে হবে।’

আরও পড়ুন: বেলজিয়ামের নৈপুণ্যে ব্রাজিলের বিদায়

Related Articles

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে লয়েডও বিস্মিত