Scores

তিন মামলার একটিতে সানির জামিন

কথিত স্ত্রী নাসরিন সুলতানার করা তিনটি মামলার একটিতে জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। বিশেষ শর্তে দেওয়া এই জামিনের মেয়াদ এক মাস।

গত বৃহস্পতিবার আদালত সানির জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী নাসরিন সুলতানাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দিলে সানিকে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত জামিন প্রদান করেন।

Also Read - ভয়ংকর হয়ে উঠছে লঙ্কানরাআরও পড়ুনঃ ভয়ংকর হয়ে উঠছে লঙ্কানরা


এই মামলাটি ছাড়াও নাসরিন সুলতানা আরও দুটি মামলা করেছেন সানির বিরুদ্ধে। যার একটি ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে এবং অন্যটি যৌতুক দাবীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে।

একটি মামলায় আরাফাত সানি জামিন পেলেও অন্য দুটি মামলা এখনও চলছে। মামলা দুটির প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী এপ্রিলে।

  • মো. সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

বারবার নেতৃত্ব বদলে সমস্যা দেখছে না রংপুর

বিশ্বকাপ নয়, বিপিএলে পুরোপুরি মনোযোগ সানির

ভারতকে সিরিজ হারানো ‘অসম্ভব’ নয়!

‘গ্রেট’ ভেট্টোরির কাছ থেকে অনেক শিখতে চান সানি