Scores

তিন ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার দুই স্কোয়াড

আগামীকাল (১৯ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ ও শেষ দুই ম্যাচের জন্য আলাদা করে দুইটি স্কোয়াড ঘোষণা করেছে সিএসএ (ক্রিকেট সাউথ আফ্রিকা)।

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। দল এখন আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাইতো এইসময় একটু পরীক্ষা নিরিক্ষা করে নেবে ক্রিকেট বোর্ড। প্রথম টি-টোয়েন্টির জন্য নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে আছেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ইমরান তাহিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

Also Read - ভবিষ্যতে পুরো পিএসএল পাকিস্তানে আয়োজনের প্রত্যাশা


এই সিরিজে টি-টোয়েন্টি নতুন মুখ তিনটি। দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে ১৭টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটসম্যান এইডেন মারক্রাম ও শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া পেসার অ্যানরিচ নর্টজে তিনটি ম্যাচের জন্যই ডাক পেয়েছেন।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য জেপি ডুমিনিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে ফিরেছেন ক্রিস মরিস। শেষ দুই টি-টোয়েন্টির দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান সিনেথেম্বা কোইশিলে। মাত্র ১৩টি প্রথম শ্রেণি ও ১২টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলেছেন তিনি। কুইন্টন ডি কক বিশ্রামে থাকায় তার এই সুযোগ মিলেছে।

আগামীকাল কেপটাউনে দিবারাত্রির প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডিক কক (উইকেটরক্ষক), ইমরান তাহির, জেপি ডুমিনি, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এগিডি, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইনে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

শেষ দুই টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: জেপি ডুমিনি (অধিনায়ক), সিনেথেম্বা কোইশিলে, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি, ডেল স্টেইন, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইনে প্রিটোরিয়াস, লুথো সিপামলা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের প্রশংসায় রোডস-সাঙ্গাকারারা

সব ধরনের ক্রিকেটকে প্রোটিয়া তারকার ‘বিদায়’

ত্রিনবাগোর বিপক্ষে ‘সাকিবদের’ বড় জয়

বিপিএল মাতাতে আসছেন ডুমিনি

শেষটাতেই যেন থমকে গেলেন তারা