’তিন সংস্করণেই সেরা খেলোয়াড় হতে চাই’
তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলে খেলে থাকেন নাজমুল হোসেন শান্ত। জানালেন, তিন ফরম্যাটেই সেরা খেলোয়াড় হতে চান তিনি।

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার
প্রকাশিত হয়েছে - 2023-03-16T14:43:02+06:00
আপডেট হয়েছে - 2023-03-16T14:44:18+06:00
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার হিসেবে খেলে থাকেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ শেষে এই বাঁহাতি ব্যাটার জানালেন তিন ফরম্যাটেই সেরা খেলোয়াড় হতে চান তিনি।
২০২৩ সালে এসে যেন শান্ত জানান দিলেন, ব্যাট হাতে ধারাবাহিক না হলেও কেন তাকে এতদিন ধরে দলে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরির দেখা পান শান্ত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তো তিনি ছিলেন আরও ক্ষুরধার। ১৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সিরিজ সেরা হয়েছেন তিনি।
বিডিক্রিকটাইমকে তিনি জানালেন তিন ফরম্যাটেই তিনি সেরা হতে চান। শান্ত বলেন, ”অবশ্যই এটা (তিন ফরম্যাটেই খেলা) প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ আমি তিন ফরম্যাটই খেলতে পারছি এবং চেষ্টা করব তিন ফরম্যাটেই ভালো খেলার। আমি তিন ফরম্যাটেই সেরা খেলোয়াড় হতে চাই।”
খালেদ মাহমুদ সুজনের সংস্পর্শেই বেড়ে উঠেছেন শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) কোচ সুজনের অধীনে আবাহনীর হয়ে খেলে থাকেন তিনি। শান্তর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অনেক অবদান আছে সুজনের।
সুজনের সাথে কাজ করা ও তার সমর্থনের ব্যাপারে শান্ত জানান, ”স্যারের সাথে লম্বা সময় ধরে একসাথে খেলতেছি। এবং তার সাথে সম্পর্কটা অনেক ভালো। উনি আমার খারাপ সময়েও সমর্থন দিয়েছেন। সবসময় পাশে থাকেন। আমাকে উনি যেভাবে সমর্থন করে গেছেন তার কিছুটা হয়তো আমি উনাকে (ভালো পারফরম্যান্স) দিতে পেরেছি। আমি চেষ্টা করব সামনে আরো কিভাবে ভালো করতে পারি ও দলের হয়ে ভালো খেলতে পারি।”
আগামী অক্টোবর-নভেম্বরে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আছে আয়ারল্যান্ড সিরিজ। এসব নিয়ে নিজের আলাদা কোনো পারিকল্পনা আছে কিনা জানতে চাইলে শান্ত বলেন, ”সিরিজ বাই সিরিজ, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি। কীভাবে আমি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ দলের হয় অবদান রাখতে পারি। ”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।