Scores

তিন হেড কোচ তত্ত্বের বিরোধী ফারুক

ক্রিকেট অঙ্গনে গত কয়েকদিন ধরে আলোচনায় বাংলাদেশের প্রধান কোচ নিয়োগের প্রসঙ্গটি। এ নিয়ে জলঘোলা তো কম হয়নি। সম্প্রতি তিন দিনের সফরে বাংলাদেশ ঘুরে গেছেন গ্যারি কারস্টেন, যিনি বাংলাদেশের ক্রিকেটের ‘পরামর্শক’ উপাধি লাগিয়ে নেমেছেন কোচ খোঁজার মিশনে।

ফারুক আহমেদ Faruk Ahmed

দেশ ছাড়ার আগে সেই কারস্টেন জানিয়ে গেছেন, বাংলাদেশের জন্য তিন ফরম্যাটে তিন কোচ খুঁজছেন তিনি। তার এই মতামতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিশ্বের কোনো জাতীয় দলেই এখনও তিন ফরম্যাটে তিন কোচের দেখা মেলেনি। তাই বিষয়টি বাস্তবায়িত হলে কতটুকু ফলপ্রসূ হবে- সেই বিতর্ক থাকছেই।

Also Read - নিজেদের এগিয়ে রাখলেন আরিফুল


তবে এই সিদ্ধান্তের পক্ষে নন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

সম্প্রতি প্রথম আলোর ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ফারুক আহমেদ জানান, বাংলাদেশের একজন হেড কোচই প্রয়োজন। সেই সাথে বোলিং বা ফিল্ডিং কোচ রাখা যেতে পারে, যেমনটা ছিল অতীতেও। তিনি বলেন-

তিন হেড কোচ আইডিয়াটা নতুন। আমাদের এখন একজন হেড কোচই দরকার। তার সঙ্গে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, মাঝে মাঝে কোনো বিশেষজ্ঞ কোচ আসতে পারে।’

অবশ্য টি-২০ ফরম্যাট নতুন হওয়ায় আর এই ফরম্যাটে বাংলাদেশ খুব একটা সাফল্য অর্জন না করায় এখানে পরামর্শক নিয়োগের পক্ষে মত দিয়েছেন তিনি, ‘মাঝে মাঝে পরামর্শক আসতে পারে টি-টোয়েন্টিতে, যেহেতু এটা নতুন একটা সংস্করণ। এখন সব কোচ টেস্ট-ওয়ানডে ভালো বোঝে। টি-টোয়েন্টিতে যদি মনে করেন একজন কোচ বা পরামর্শক টেকনিক্যালি কিছু দিতে পারবে, তাহলে তাকে আনা যেতে পারে।’

তবে ফারুক এও মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটের নবীনতম সংস্করণে পারদর্শী কোচিং স্টাফও যে খুব বেশি নেই! তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ কোচ খুঁজবেন, এমন কেউ তো এখন নেই। সংস্করণটাই যে নতুন। এর চেয়ে বরং কোচের সহায়ক হাত হিসেবে যদি কাউকে চান সে ক্ষেত্রে বিভিন্ন বিভাগ অনুযায়ী কোচ নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ ফাইনালের দৌড়ে টিকে থাকল কলকাতা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিশ্বকাপজয়ী দলের দায়িত্ব নিচ্ছেন কারস্টেন!

বাংলাদেশকে ‘না’ বলা কারস্টেন হতে চান ভারত নারী দলের কোচ!

অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি!

দায়িত্ব ছাড়লেন গ্যারি কারস্টেন

হাথুরুসিংহের মতোই ‘স্বাধীন’ রোডস