Scores

তৃতীয় টেস্টেও ‘করোনা পজিটিভ’ পাকিস্তানি পেসার

মহামারী করোনার ধাক্কাটা যেন সবচেয়ে বেশি লেগেছে পাকিস্তান ক্রিকেটেই। ক্রিকেট বিশ্বের মধ্যে দেশটির জাতীয় ক্রিকেট দল থেকেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন সাবেক ক্রিকেটাররাও। তরুণ পেসার হারিস রউফ তৃতীয় বারের মতো কোভিড ১৯ পরীক্ষায়ও পজিটিভ।

তৃতীয় টেস্টেও 'করোনা পজিটিভ' পাকিস্তানি পেসার

ইংল্যান্ড সফরের ২৯ সদস্যের দলে ছিলেন হারিস রউফ। দলটির ১০ জন সদস্যই করোনাভাইরাসের আক্রান্ত হন। তবে তাই বলে থেমে থাকেনি সফর। নির্দিষ্ট দিনেই ২০ জন সদস্যের বহর ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেয়। দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়ার পরে আরও ছয় ক্রিকেটার ইংল্যান্ডে উড়াল দিয়েছেন। কিন্তু রউফ এখনো সুস্থতার মুখই দেখতে পারেননি।

Also Read - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা


তৃতীয় বারের মতো পরীক্ষা করা হয় রউফ, হায়দার আলি, কাশিফ ভাট্টি ও ইমরান খানকে। তার মধ্যে রউফের ফলাফলে আবারো পজিটিভ এসেছে। ফলে আবারো সুস্থতার জন্য চিকিৎসা ও আইসোলেশন চালিয়ে যেতে হবে এই পেস বোলারকে।

ব্যাটসম্যান হায়দার ও আরেক পেসার ইমরানের ফলাফল নেগেটিভ এসেছে। তবে কাশিফের ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি। তার ফলাফল নেগেটিভ আসলে এই তিন ক্রিকেটারকে আবার ইংল্যান্ডে পাঠানো হবে। সুস্থতা প্রমাণিত হওয়ার আগে দলের সাথে তাদের যোগ দেয়ার কোনো সুযোগ নেই।

ইংল্যান্ড সফরের আগে ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তাদের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাদেরকে ছাড়া সফরে আসার জন্য নির্দেশনা দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় ও তৃতীয়তম টেস্টে নেগেটিভ আসার পরেই মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামানসহ ৬ জন ক্রিকেটার গত ৩ জুলাই দ্বিতীয় দফায় ইংল্যান্ডের পথে রওনা দেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা

আগেই ট্রফিতে লেখা হয় ‘ভারত’; কিন্তু জয়ী হয় পাকিস্তান