Scores

তৃতীয় টেস্টে ফিরছেন মুশফিক?

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলতে না পারলেও সিরিজের শেষ ম্যাচটিতে খেলার সম্ভবনা রয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। তবে এখনো পুরোপুরি নিশ্চিত নয় তৃতীয় টেস্টে মাঠে নামবেন কিনা।

 

Also Read - ডিপিএল মাতাতে আসছেন সালমান বাট


নিউজিল্যান্ড সফর যেন মুশফিকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। শেষ দুইবারেই ইনজুরিতে পড়েছেন মুশফিক। ২০১৬-১৭ সফরে তো প্রথম ওয়ানডেতেই চোট পেয়েছিলেন। পরবর্তীতে দুই ওয়ানডের পাশাপাশি দুই টি-টোয়েন্টিও মিস করেছেন মুশফিক। এমনকি চোট পেয়েছিলেন টেস্টেও। ১৫৯ রানের দারুণ এক ইনিংসের পরেও চোটে পড়ে আর মাঠে নামতে পারেননি তিনি। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি মুশফিক।

এবারও যেন সেরকমই হচ্ছে। গতবার ওয়ানডে সিরিজ না খেলতে পারলেও এবার তিন ম্যাচই খেলেছেন তিনি। তবে বড় কোন রানই পাননি মুশফিক।  উলটো আবারো চোটে পড়েছেন মুশফিক। তৃতীয় ম্যাচের আগে হালকা চোট থাকলেও সেই চোট নিয়েই খেলেন দলের এ অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে শেষ ম্যাচটিতে বিপদ বাড়ে আঙুলের চোট। এই চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না সেটি অনেকটাই নিশ্চিত ছিল। দ্বিতীয় টেস্টের আগে কিছুটা আশা দেখিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টের আগে ব্যাট-প্যাড নিয়ে ব্যাটিং অনুশীলনও করেন মুশফিক কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি মুশফিক। এমনিতেই দলে সাকিব নেই। তবে আশা দেখাচ্ছেন তৃতীয় টেস্ট নিয়ে। সিরিজের শেষ ম্যাচের আগে আজ ব্যাট হাতে অনুশীলনে দেখা গিয়েছে মুশফিককে। অনেকক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। তবে এখনি নিশ্চিত হওয়া যায় নি তৃতীয় টেস্টে তার খেলার ব্যাপারে।

আজকের ব্যাটিং অনুশীলন দিয়েই মুশফিকের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। আগামীকাল অনুশীলনের পরেই নাকি সিদ্ধান্ত নেওয়া হবে মুশফিকের খেলার ব্যাপারে। এমনিতেই ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব নেই। তার না থাকাটা দলের জন্য বড় ধাক্কাই। তার উপরে ইনজুরির কারণে খেলতে পারেননি মুশফিক খেলতে পারেননি প্রথম দুই টেস্ট। ফলস্বরূপ, দুইটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

তৃতীয় টেস্টে মুশফিক খেললে জিতবে ব্যাপারটা তেমন নয় তবে তার উপস্থিতি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ আরও একটু শক্ত হবে।

আরও পড়ুনঃ ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন সালমান বাট!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর

অবশেষে আলোচনায় এলো নিউজিল্যান্ড সফরের ম্লান পারফরম্যান্স

বাতিল হওয়া টেস্ট ভবিষ্যতে আয়োজনের পরিকল্পনা