Scores

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

দুই দফায় ইংল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তান দলের ২৬ জন ক্রিকেটার। করোনা পরীক্ষায় তৃতীয়বারের মতো নেগেটিভ আসার পরে আরও তিন জন ক্রিকেটারকে দলের সাথে যোগ দেয়ার জন্য অনুমোদন দেয়া হয়েছে।

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি

পাকিস্তান দলের ক্রিকেটারদের করোনাভাইরাস কাবু করে ধরেছিল। তবে তার জন্য থেমে থাকেনি পাকিস্তানের ইংল্যান্ড সফর। সুস্থ ক্রিকেটারদের নিয়ে প্রথম দফায় নির্ধারিত দিনেই ইংল্যান্ডে উড়াল দেয় পাকিস্তান দলের মূল বহর। সেই সফরে ছিলেন ২০ জন ক্রিকেটার।

Also Read - চূড়ান্ত হল আরও একটি আন্তর্জাতিক সিরিজ


মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজসহ আরও ছয় জন ক্রিকেটার পরের সপ্তাহেই দলের সাথে যোগ দেয়ার অনুমোদন পান। গত তিন জুলাই ইংল্যান্ডের পথে উড়াল দেন সেই ছয় জন। তারপরও এখনও চার জন দেশেই অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে তিন জন পেয়ে গিয়েছেন ইংল্যান্ডের টিকেট।

তৃতীয় বারের মতো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হারিস রউফ, কাশিফ ভাট্টি, হায়দার আলি ও ইমরান খান। হারিস রউফের ফলাফল তৃতীয় বারেও পজিটিভ আসে। তাই এই বোলারকে এখনো আইসোলেশনে থাকতে হচ্ছে।

তবে বাকি তিন জনের এবারে নেগেটিভ এসেছে। ইংল্যান্ডে অবস্থানরত দলের সাথে যোগ দেয়ার জন্য তাদেরকে অনুমোদনও দেয়া হয়েছে। এই তিনজন ক্রিকেটার আগামী বুধবার (৮ জুলাই) ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিবেন।

প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করোনাভাইরাসের এই প্রকোপের সময়ে ঝুঁকি নিয়েই ইংল্যান্ডে গিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছে। কিন্তু পাকিস্তানের জন্য সিরিজটা বেশি কঠিন। কারণ তাদের দলের দশ জন ক্রিকেটার সফরের আগেই এই মহামারী ভাইরাসে আক্রান্ত হন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপে দল বাড়ানোর পক্ষে নন ৪৫ শতাংশ ক্রিকেটার

কোহলির ‘সবচেয়ে সেরা’ ইনিংসটির সাথে জড়িয়ে ঢাকার নাম

ভারতের বিপক্ষে যুদ্ধে নামতে কাউন্টির প্রস্তাব ফিরিয়েছিলেন শোয়েব

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবসরের কথা ভেবেছিলেন ব্রড

১০ মাস ধরে বেতন পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা