Scores

তৃতীয় পরীক্ষায়ও ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার, যোগ দিচ্ছেন ক্যাম্পে

প্রথমে ক’রোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেও প্রথম পরীক্ষার ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় আরও দুইবারের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ফলাফল, ফলে ক্যাম্পে যোগ দিতে বাধা নেই তরুণ ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতির। বরিশালের এই ক্রিকেটার বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন।

তৃতীয় পরীক্ষায়ও 'নেগেটিভ' যুবা ক্রিকেটার, যোগ দিচ্ছেন ক্যাম্পেগত ফেব্রুয়ারিতে বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। পরবর্তী অনূর্ধ্ব-১৯ দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে ৪৫ জন যুবা ক্রিকেটারের ক্যাম্প, যাদের মধ্য থেকে বেছে নেওয়া হবে আগামীর অনূর্ধ্ব-১৯ দল।

Also Read - সেরা খেলোয়াড় হয়ে পাওয়া পাঁচ অদ্ভুতুড়ে পুরস্কার

৪৫ জন ক্রিকেটারের মধ্যে আছেন ইফতিও। ক’রোনার ঝুঁকি এড়াতে ক্যাম্প শুরুর আগে সব ক্রিকেটার ও কোচিং প্যানেলের সদস্যদের ক’রোনা শনাক্তকরণ পরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষায় বাকি সবার ফল নেগেটিভ এলেও ১৮ আগস্ট নেওয়া ইফতির নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হিসেবে জানান দেয়, ছোঁয়াচে ভাইরাসটি আছে তার শরীরে।

তবে ইফতির কোনো লক্ষণ বা উপসর্গ ছিল না। ফলে সন্দেহ দানা বাঁধছিলই। দুই দিন বিরতি দিয়ে গত ২০ আগস্ট বিসিবির মেডিকেল টিম আবারো ইফতির নমুনা সংগ্রহ করে। সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে নেগেটিভ। তবে এক দফা নেগেটিভ আসলেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি সতর্ক বিসিবি। যথারীতি একাডেমির ডরমিটরিতে আইসোলেশনে রেখে তৃতীয়বার নমুনা পরীক্ষা করা হয়।

২৫ আগস্ট প্রকাশিত সেই নমুনা পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ। টানা দুইবার ফলাফল নেগেটিভ আসায় ইফতিকে পাঠানো হয়েছে ক্যাম্পে। ২৩ আগস্ট শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

আকবরদের মত ম্যাচ খেলার অভিজ্ঞতা চায় অনূর্ধ্ব-১৯ দল

১৫ বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেবে না আইসিসি

সিলেটে ক্যাম্প করবে অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ দলে ক’রোনা উপসর্গ, বন্ধ অনুশীলন

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড ঘোষণা