SCORE

সর্বশেষ

‘তোমরা নাচো, আমি দেখব না’

নিদাহাস ট্রফির শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে। তখন হয়ত কেউ ভাবেনি হারের বৃত্তে ঘুরপাক খাওয়া একটি দল ফাইনালে পৌঁছাবে। কেউ ভাবেনি ‘নাগিন ড্যান্স’ ইন্টারনেটে এত আলোড়ন সৃষ্টি করবে। ভারতের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে।

টাইগারদের সর্পনৃত্য

লঙ্কানদের দেওয়া ২১৫ রান তাড়া করতে নেমে লিটন, তামিমের দুর্দান্ত শুরু। শেষের দিকে মুশফিকের অপরাজিত ৩৫ বলে ৭২ রানে জিতে নেয় রেকর্ড গড়ে। ম্যাচ জয়ের পর ‘নাগিন ড্যান্স’ দেয় মুশফিক। যেটা কিনা সাথে সাথেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মিডিয়ায়।

Also Read - ভারতের বিপক্ষে ম্যাচে মাশরাফির পরামর্শ

নাগিন উদযাপন অব্যাহত থাকে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও। লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটে ম্যাচ জেতায় পুরো দলই মেতে উঠে নাগিন উদযাপনে। মাঠের উদযাপন শেষ করে ফাইনালে উঠায় সেটির উদযাপন ছড়িয়ে পড়ে ড্রেসিং রুমেও। ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে যান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তার উপস্থিতিতে দলের ক্রিকেটাররা কিছুটা সময়ের জন্য নিজেদের আনন্দের মুহূর্ত বন্ধ করলেও বিসিবি প্রধান ক্রিকেটারদের এই জয়ের উদযাপন করতে বলেন। তিনি বলেন, ‘তোমরা নাচো, আমি দেখব না।’

‘ওরা ভীষণ খুশি ছিল। আমি যখন ওদের ওখানটায় যাই, দেখলাম সবাই নাচছে। গান করছে। আমাকে দেখে আবার থেমে যাচ্ছিল। আমি বললাম এই থামবা না, আমি দেখব না, তোমরা নাচো। পরে আবার বলেছি, এটা ভিডিও করে আমাকে পাঠাবে। ওরা অনেক উপভোগ করেছে।’

ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে দুই দলের ক্রিকেটারদের মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছিল সেটি নিয়ে নানান সমলোচনা-আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পর বাংলাদেশের ড্রেসিং রুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া গেলে সেটি নিয়ে আরও বেশি তোলপাড় সৃষ্টি হয়।

দুই দলের মধ্যকার ঘটনা কীভাবে দেখছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? এতদিন দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক ভালো থাকলেও গতকালের পর সেটি টিকবে কিনা সেটি নিয়ে রয়েছে সংশয়। অবশ্য বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছে, এমন ঘটনায় দুই দেশের ক্রিকেটের সম্পর্কের মধ্যে কোন চিড় ধরবে না।

খেলা শেষ হওয়ার পর ওরা সবাই অভিনন্দন জানিয়েছে। ওদের বোর্ড প্রেসিডেন্টও অভিনন্দন জানিয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কটা শক্ত। মনে হয় না এ ধরনের ঘটনার জন্য সম্পর্কে চিড় ধরতে পারে।

আরও পড়ুনঃ কী হয়েছিলো তখন?

Related Articles

সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি

রোডসও পাচ্ছেন দল নির্বাচনের অধিকার

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা

‘লিটন বলেন বা সৌম্য, ওরা ধারাবাহিক না’

দুই ক্রিকেটারকে নিয়ে উদ্বিঘ্ন ক্রিকেট বোর্ড