Scores

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ত্রিদেশীয় সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজ দেশে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আইরিশরা।

আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আয়ারল্যান্ড ক্রিকেট দলে ডাক পেয়ছেন অলরাউন্ডার সিমি সিং। অ্যান্ডি ম্যাকব্রিনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

পাঞ্জাবে জন্ম নেওয়া এ অলরাউন্ডার এর আগে আইরিশদের হয়ে খেলেছিলেন ‘এ’ দলে। আয়ারল্যান্ডের মূল দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত সিমি সিং। পক্ষে তাঁকে দলে জায়গা করে দিতে পারায় আনন্দিত আয়ারল্যান্ড কোচ ব্রেসওয়েল। প্রতিভাবান এ ক্রিকেটারের প্রশংসা করে তিনি জানান, ‘তার ব্যাট-বলে নৈপুণ্য দেখে আমি অভিভূত। ও আসলেই প্রতিভাবান। সবকিছুতে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ ওর আছে।’

Also Read - আইপিএল শেষ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের


উল্লেখ্য, ১২ই মে থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করার মধ্য দিয়ে এ সিরিজে যাত্রা শুরু করবে সদ্য ইংল্যান্ডের কাছে দু’ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের সবা পাওয়া আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ত্রিদেশীয় সিরিজের জন্য আয়ারল্যান্ড দলঃ উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন এবং ক্রেইগ ইয়ং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

পিটারসেনের সমালোচনায় মরগানের উপহাসমূলক জবাব

নিউজিল্যান্ডকে হারাতে ‘অদ্ভুত যোগসূত্র’ খুঁজছেন ওয়াসিম

বিশ্বকাপের মঞ্চে আবারো বিতর্কিত আম্পায়ারিং

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

দারুণ শুরুর পরও তিনশ হল না অস্ট্রেলিয়ার