Scores

ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর সুজন

শনিবার বাংলাদেশ দলের নির্বাচকদের সাথে সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর সুজন
ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর সুজন

সভায় সিদ্ধান্ত হয় ২৭ ডিসেম্বর ট্রেনার মারিয়া ভিল্লাভারায়নের অধীনে শুরু হবে ফিটনেস ক্যাম্প। ফিটনেস ক্যাম্পে অংশ নিবে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের সদস্যরা।

আকরাম খান বলেন, “কারা ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলতে পারে, তাদের কি অবস্থা, আমরা কি প্ল্যান করব সেগুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমি ছিলাম, সুজন ছিল। বাকি সিলেক্টররা ছিল।” 

Also Read - 'বাংলাদেশ এখন বিশ্বের সেরা পাঁচ-ছয়টি দলের একটি'


চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর কোচের সন্ধানে নেমেছে বিসিবি। অন্তবর্তীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের নাম এসেছে অনেকবার। বর্তমানে তাকে দেওয়া হয়েছে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব।

“হয়তোবা ও হেড কোচ হিসেবে যোগদান করতে পারে। তবে আপাতত তাকে টেকনিক্যাল ডিরেক্টর করে আমরা সেভাবে চালিয়ে যাব,” বলেন তিনি।

এছাড়া বাংলাদেশের জন্য ব্যাটিং পরামর্শক খুঁজছে বিসিবি। ব্যাটিং পরামর্শক হিসেবে নিল ম্যাকেঞ্জির নাম ইতোমধ্যেই এসেছে আলোচনায়। ত্রিদেশীয় সিরিজের আগেই সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে দায়িত্ব দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবি। এছাড়া যোগাযোগ করা হয়েছে অন্যদের সাথেও। তবে টাইগারদের ব্যাটিং কোচের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আকরাম খান জানালেন শীঘ্রই ঘটবে অপেক্ষার অবসান। দুই-তিন দিনের মধ্যে জানানো হবে ব্যাটিং কোচের নাম।

আকরাম খান বলেন, “আমরা আসলে দুই-তিনজনের সাথে কথা বলেছি। এখনই কে কনফার্ম করছে তা বলা যাচ্ছে না। হয়তোবা আপনারা এটা দুই-তিনদের মধ্যে অফিসিয়ালি জেনে যাবেন ইনশাল্লাহ।”

চুক্তি শেষ হওয়ার দুই বছর আগেই পদত্যাগ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বর্তমানে নতুন প্রধান কোচের খোঁজ করছে বিসিবি। ইতোমধ্যেই বাংলাদেশে এসে সাক্ষাৎকার দিয়ে গিয়েছেন ফিল সিমন্স এবং রিচার্ড পাইবাস।


আরও পড়ুনঃ পাকিস্তান দল থেকে বাদ পড়লেন শেহজাদ-জুনায়েদ-ইমাদ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম