Score

ত্রিদেশীয় সিরিজ বয়কটের হুমকি জিম্বাবুয়ের

আর্থিক অনটনে দীর্ঘদিন ধরে শোচনীয় অবস্থা জিম্বাবুয়ের ক্রিকেটের। আইসিসির সদস্যপদধারী দেশটির ক্রিকেট রীতিমতো ধুঁকছে। বোর্ড থেকে খেলোয়াড়দের যথাযথ সমর্থন যোগাতে না পারায় এবার বেঁকে বসেছেন ক্রিকেটাররাও।

ত্রিদেশীয় সিরিজ বয়কটের হুমকি জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি: এএফপি

জিম্বাবুয়ে জাতীয় দলের ক্রিকেটাররা সাফ জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন না তারা।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে জিম্বাবুয়ের হারারেতে শুরু হওয়ার কথা তিন জাতির অংশগ্রহণে ত্রিদেশীয় টি-২০ সিরিজ, যেখানে স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়াও অংশ নেবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। কিন্তু গত তিন মাস ধরে বোর্ড থেকে বেতন-ভাতা পাচ্ছেন না জিম্বাবুয়াইন ক্রিকেটাররা। ধৈর্য ধরতে ধরতে তার বাঁধও গেছে ভেঙে। এবার ক্রিকেটাররা বেঁকে বসেছেন, ২৫ জুনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামবেন না তারা!

Also Read - হাথুরুসিংহের উত্তরসূরি হচ্ছেন স্টিভ রোডস!

এদিকে আগামী ১০ জুন জিম্বাবুয়ের নতুন কোচ হিসেবে কাজ শুরু করবেন লালচাঁদ রাজপুত। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের ক্রিকেটাররা কোমর বেঁধে প্রস্তুতিতেও নেমে যাওয়ার কথা। তবে চলমান বৈরিতায় শেষ পর্যন্ত কবে তাদের মন গলে আর রাজপুতের অধীনে কবে অনুশীলন শুরু হয় সেটিই এখন দেখার বিষয়।

এদিকে শুধু ক্রিকেটারদের নয়, বোর্ডের স্টাফদের বেতনও পরিশোধ করতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট। সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করছে বোর্ড। তবে আর্থিক টানাপড়েনে সেই কাঙ্ক্ষিত সমাধানের দেখা আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে বোর্ডের ঋণের পরিমাণটাও রীতিমতো আকাশ ছোঁয়া- ১৬১ কোটি ১৩ লাখ ২৩ হাজার পাঁচশো টাকা!

উল্লেখ্য, স্বাগতিক জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ১ জুলাই শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। শেষদিন অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ। এর আগে প্রত্যেক দল দুই-দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারের স্পোর্টস ক্লাব মাঠে।

আরও পড়ুন: লিটনের প্রশংসায় আকাশ চোপড়া

Related Articles

টি-২০’তেও নড়বড়ে অস্ট্রেলিয়া

আইপিএলে খেলতে হলে অজিদের সামনে তিন শর্ত

ক্রিকেটকে বিদায় জানালেন জন হ্যাস্টিংস

কমলো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান

উঠে যাচ্ছে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের নিষেধাজ্ঞা?