থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত অবাক করার মতো : রুবেল
বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভিউ নেওয়ার পরও সাকিবকে দেওয়া ভুল আউটে বিষ্ময় প্রকাশ করেন রুবেল হোসেন।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-11-07T21:56:47+06:00
আপডেট হয়েছে - 2022-11-07T21:56:47+06:00
খেলার সারসংক্ষেপ
বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল এখন দেশের পথে। তবুও পাকিস্তান ম্যাচের বিতর্ক থামছেই না। ঐ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে দেওয়া ভুল আউটের সমালোচনা চলছে সবাখানে। টাইগার পেসার রুবেল হোসেন তো এমন অদ্ভুত আউটে রীতিমতো অবাক। বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভিউ করার পরও এমন ভুল আউটে বিষ্ময় প্রকাশ করেন রুবেল।
সাকিবের আউট রুবেলের কাছে অবাক করার মতো।
সাকিবের আউট নিয়ে বিডিক্রিকটাইমকে রুবেল বলেন, “খারাপ লাগাটাই স্বাভাবিক। এত বড় একটা ইভেন্টে, বিশ্বকাপের মতো জায়গায় এই ধরনের ভুল তো খারাপ লাগার মতো। আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা একটা ফ্লো'তে ছিলাম। ব্যাক টু ব্যাক উইকেট কিন্তু টি-টোয়েন্টিতে দলের জন্য বড় ধাক্কা লাগে। রিভিউ নেওয়ার পর থার্ড আম্পায়ার দেখার পর যদি এই ধরনের ভুল সিদ্ধান্ত দেয়, অবাক করার মতোই একটা বিষয়।”
বিডিক্রিকটাইমকে দেওয়া রুবেল হোসেনের সাক্ষাৎকার- https://fb.watch/gEUUJJoF32/
এর আগে ম্যাচের দিনও সাকিবের আউট নিয়ে সরব ছিলেন রুবেল। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন এই পেসার লিখেছিলেন, “খেলায় হার-জিত থাকবেই, ক্রিকেটকে যদি বাণিজ্যিকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে এরকম ডিসিশন হওয়াটাই স্বাভাবিক।”
আম্পায়ারকে উদ্দেশ্য করে রুবেল বলেন, “আমি জানি না ভদ্রলোক তার চোখটা কোথায় রেখেছিলেন! পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিল। কিন্তু এটাও সত্য, আজ আমরা ভালো ব্যাটিং করিনি। ব্যাডলাক সাকিব আল হাসান, এটা নতুন কিছু নয় আমাদের কাছে। কেন জানি আমরা সবসময় দাদাদের কাছে হেরে যাই।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।