Scores

থেমেছে বৃষ্টি, সরিয়ে নেওয়া হচ্ছে কাভার

অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ পড়েছে বৃষ্টির বাগড়ায়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

থেমেছে বৃষ্টি, সরিয়ে নেওয়া হচ্ছে কাভার
বৃষ্টি থামবার অপেক্ষা চলেছে দীর্ঘক্ষণ ধরে। ছবি : এনজেডসি

তবে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অকল্যান্ড থেকে মিলল সুখবর। বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দীর্ঘক্ষণ বিলম্বিত হওয়ার পর অবশেষে থেমেছে বৃষ্টি। আকাশও অনেকটা পরিষ্কার হয়ে এসেছে।

দীর্ঘক্ষণের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় অবশ্য মাঠ প্রস্তুত করা সহজ কাজ নয় গ্রাউন্ডম্যানদের জন্য। আম্পায়াররা মাঠকর্মীদের সাথে আলোচনা করছেন। নতুন করে বৃষ্টি শুরু না হলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ।

Also Read - রংপুরকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন নাসির


এই ম্যাচ দিয়েই শেষ হবে টাইগারদের এবারের নিউজিল্যান্ড সফর, মাঠের পারফরম্যান্সের কারণে যা কেটেছে রীতিমত দুঃস্বপ্নের মত। প্রথম দুই ম্যাচ জয়ে এগিয়ে থাকা কিউইরা ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ জয়, যার কারণে শেষ টি-টোয়েন্টি কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ খেলবে নতুন অধিনায়কের অধীনে। চোটের কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে টাইগারদের নেতৃত্ব দেবেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরছে অকল্যান্ডে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর কথা ছিল। সেই মোতাবেক টস হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু বৃষ্টির কারণে টস এখনো সম্পন্ন হয়নি। উল্লেখ্য, অকল্যান্ডে একদিন আগে বৃষ্টির কারণেই কিউইদের প্রমীলা জাতীয় দলের ম্যাচ পণ্ড হয়।

Related Articles

নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা নিয়ে ভেবে লাভ নেই : মুমিনুল

সব দলই নিউজিল্যান্ডে গিয়ে সংগ্রাম করে : বাশার

নিউজিল্যান্ডে আকাশ পরিস্কার, তাই ক্যাচ ছেড়েছে বাংলাদেশ!

শূন্য হাতে দেশে ফিরল টাইগাররা

তিন পরাশক্তির বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজে’ চোখ রিয়াদের