Scores

‘থ্যাংক ইউ সিলেট!’

ফিফা বিশ্বকাপ চলাকালে অনন্য এক নজির স্থাপন করেছিল এশিয়ার দেশ জাপান। জাপান দলের সদস্যরা থেকে শুরু করে দর্শক- সবাই বেশ সচেতন ছিলেন পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে। নকআউট পর্বে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিলেও ঐ ম্যাচে নিজেদের ড্রেসিংরুম সাফ করে বের হয়েছিলেন খেলোয়াড়রা। সেই সাথে লিখে গিয়েছিলেন, ‘ধন্যবাদ রাশিয়া!’

‘থ্যাংক ইউ সিলেট!’
ছবি: ফেসবুক

যদিও ঐ ঘটনার পর জানা যায়, এই মহৎ কাজটি করেছিলেন জাপান ফুটবল দলের স্টাফরা; খেলোয়াড়রা নয়। তবে কাজটি যে মহৎ এ নিয়ে নেই কোনো সংশয়। এবার সেই একই কাজ করল বাংলাদেশও।

রোববার আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দল। বৃষ্টির কারণে ম্যাচের ইতি ঘটেছে কোনো ফলাফল ছাড়াই। ঐ ম্যাচ শেষে রুম গুছিয়ে রাখেন দলের সদস্যরা। যদিও এটি কেবল টিম ম্যানেজমেন্টের সদস্যরা করেছেন নাকি দলের খেলোয়াড়রাও, সেটি জানা যায়নি। দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ছড়িয়ে দেন প্রশংসিত বিষয়টির ছবি।

Also Read - ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বিজয়


তবে শুধু ড্রেসিংরুম গুছিয়ে রেখেই ক্ষান্ত হননি তারা। সাদা বোর্ডে ‘থ্যাংক ইউ সিলেট’ বা ‘ধন্যবাদ সিলেট’ লিখে মনোরম ভেন্যুর প্রতি প্রকাশ করেন নিজেদের কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে প্রশংসা।

সিলেটে মোট চারটি ম্যাচ খেলে বাংলাদেশ ‘এ’ দল জয় পেয়েছে কেবল একটিতে। আনঅফিসিয়াল টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রতিরোধবিহীন ক্রিকেট খেলে হেরে যায় বাংলাদেশ ‘এ’। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্য আসে ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। তবে পরের ম্যাচে আবার খেই হারায় বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে হেরে যায় বড় ব্যবধানে। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ২৪১ রানের সহজ লক্ষ্য পেয়েও ফলাফল নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর ম্যাচ অফিসিয়ালরা সিরিজের শেষ ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুবাদের বিশ্বকাপ জেতাতে চান নাভিদ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সপরিবারে করোনামুক্ত নাফিস ইকবাল

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

তামিমকে নিয়ে গুঞ্জন সত্য নয়

সুস্থ আছেন নাফিস ইকবাল

করোনা পরীক্ষায় পজিটিভ নাফিস ইকবাল