দক্ষিণ আফ্রিকাকে সুখবর দিলেন রাবাদা
সেঞ্চুরিয়নে চলছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ লড়াই করছে প্রোটিয়ারা। এরই মধ্যে দলটি পেল আরেক সুসংবাদ।
চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তারকা পেসার কাগিসো রাবাদা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই রাবাদার খেলতে কোনো বাধা নেই।
Also Read - নিউজিল্যান্ডে পাকিস্তানি ক্রিকেটারদের কয়েদীর মতো দেখা হয়েছেএ নিয়ে দল ঘোষণার পর তিনবার স্কোয়াড সম্পাদন করতে হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে। রাবাদার অন্তর্ভুক্তি নিশ্চয়ই দলে এনে দিবে স্বস্তির বাতাস। প্রথম টেস্টেও দল স্বস্তিতে রয়েছে। শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জড়ো করেছে ৫৪০ রান, এখনো ইনিংস ঘোষণা করেনি। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই ম্যাচে অন্তত হারতে হবে না স্বাগতিকদের, বরং একটু একটু করে উঁকি দিচ্ছে জয়।
একনজরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, অ্যাইডেন মারক্রাম, ফ্যাফ ডু প্লেসিস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যানরিখ নরকিয়া, গ্লেন্টন স্টারম্যান, ডোয়াইন প্রিটোরিয়াস, উইয়ান মাল্ডার, কাইল ভেরিয়েন্নে, লুথো সিপামলা ও রায়নার্ড ভ্যান টন্ডার।
Look who’s back ?
Kagiso Rabada has been medically cleared and will join the Test squad after successfully going through all COVID-19 and pre-Bio-Secure Environment (BSE) entry protocols
#BetwayTest #SeeMeOnThePitch pic.twitter.com/a4FhVE7KqF
— Cricket South Africa (@OfficialCSA) December 28, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।