Scores

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার

ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সংকট কেটে যেতে শুরু করেছে। দুইদিন আগেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এবার দলটির প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলটির সাবেক সফলতম উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারের হাতে।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হতে যাচ্ছেন বাউচার

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন যৌক্তিক দাবির মুখে বড় পরিবর্তন আসতে শুরু করেছে দেশটির ক্রিকেটে। সংগঠনটির প্রথম বৈঠকের পরপরই তৎকালীন পরিচালককে পদচ্যুত করা হয়। সেই স্থানে অস্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয়েছে স্মিথকে।

Also Read - আবারো ছিটকে গেলেন ভুবনেশ্বর


নতুন দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসেই স্মিথ জানিয়েছেন, প্রোটিয়াদের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে বাউচারকে আনার পরিকল্পনা বোর্ডের। খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পরে থেকে কোচিং পেশার সাথেই যুক্ত আছেন তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দলের টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব আছেন তিনি। বাউচারের অধীনে দলটি একটি প্রথম শ্রেণির ও দুইটি ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জয় করেছে।

অবশ্য তাকে প্রধান কোচ করা নিয়ে বোর্ড কর্তাদের ভেতরে এখনো বিতর্ক আছে। বাউচার জাতীয় দলের হয়ে ১৪৭টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রধান কোচ এনরোচ নিকে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি চোটের কবলে পড়ে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশি অভিজ্ঞতাসম্পন্ন বাউচারের পক্ষেই বেশি ভোট।

এনরোচকে পদচ্যুত হতে গেলেও হয়ত জাতীয় দলের সাথেই থাকবেন। প্রধান কোচ থেকে সরিয়ে বাউচারের সহকারী হিসাবে তাকে ব্যাটিং পরামর্শক পদের বসানো হতে পারে। এছাড়া ব্যাটিং পরামর্শক হিসাবে জ্যাক ক্যালিসও থাকবেন বলে জানা গেছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আকমলের কমে যাওয়া শাস্তির বিরুদ্ধে পিসিবির চ্যালেঞ্জ

‘এমন ম্যাচ শুধু পাকিস্তানের পক্ষেই হারা সম্ভব’

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত