দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অনিশ্চিত তাসকিন
ভারতের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তাসকিন আহমেদ।

প্রকাশিত হয়েছে - 2023-10-23T14:39:59+06:00
আপডেট হয়েছে - 2023-10-23T14:39:59+06:00
বর্তমান বাংলাদেশের পেস বোলিং বিভাগের নেতার ভূমিকায় আছেন তাসকিন আহমেদ। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিনের খেলা নিয়েও আছে সংশয়।
তাসকিন আহমেদ
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তারপর টানা তিন ম্যাচে হেরেছে টাইগাররা। টুর্নামেন্টে টিকতে থাকতে হলে এখন সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। এমতাবস্থায় তাসকিন আহমেদের ইঞ্জুরি হয়ে দাঁড়িয়েছে দলের বড় চিন্তার কারণ। গত ম্যাচে খেলতে না পারা তাসকিন অনিশ্চিত আগামী ম্যাচেও।
২৪ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সেখানে অনুশীলন করেছে টাইগাররা। রবিবার দলের সাথে অনুশীলন করতে নেমেছিলেন তাসকিনও। কিন্তু ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি তিনি। অনুশীলন সেশনের শুরুতে তাসকিন একটিও বল করেননি এবং ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে পুনর্বাসনের কাজ করেন সারাদিন।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া কাঁধের সেই ইঞ্জুরির ব্যথায় আবার ভুগছেন তাসকিন।বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তাসকিন বোলিং করার সময় অস্বস্তিতে ভুগছিলেন। ১৮ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং সেশনে নেটে যাওয়ার সময় তিনি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এই ব্যাপারে বলেছিলেনও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ""দেখা যাক অনুশীলন সেশনে কী হয়।তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে কারণ সে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা তাকে (তাসকিন) না পেলেও আমরা আশা করছি, কলকাতায় অভিযান শুরু করার সময় সে প্রস্তুত থাকবে।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।