Scores

প্রোটিয়াদের সমস্যার সহজ সমাধান করে দিলেন পিটারসেন!

মাঠ এবং মাঠের বাইরে ভালো সময় যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। দেশটির ক্রিকেট বোর্ডে নানান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। তাদেরকে খুব সহজেই সমস্যার সমাধান বাতলে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।

দক্ষিণ আফ্রিকার সমস্যার সমাধান করে দিলেন পিটারসেন!

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি থেকে শুরু করে কোচ- পর্যন্ত সবখানেই রয়েছে ক্রিকেটারদের সন্তোষ। বিশ্বকাপে ভরাডুবির পরে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয় প্রধান কোচ ওটিস গিবসনকে। প্রধান কোচের নিয়মে না যেয়ে ফুটবলের নিয়মকে অনুসরণ করে দলটি। তাতেও সংকট কাটেনি।

Also Read - প্রধান নির্বাহীকে বরখাস্ত, বিভিন্ন দাবি তুললো প্রোটিয়ারা


দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের দাবির পরে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে প্রধান নির্বাহি থাবাং মোরোকে। আইসিসির সাবেক প্রধান ডেভ রিচার্ডসনকে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহির দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

প্রোটিয়া ক্রিকেটের এই সংকটের সময় নিজের মতামত দিয়ে খুব সহজেই সমস্যার সমাধান বাতলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুতো সাবেক ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজের মত প্রকাশ করেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা প্রধান নির্বাহি হিসাবে জ্যাকস ফল, ডিরেক্টর সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ, প্রধান কোচ সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার, বোলিং কোচ সাবেক পেসার মাখায়া এনটিনি, স্পিন কোচ রবিন পিটারসন এবং দলের পরামর্শক হিসাবে কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে আনার মতামত দিয়েছেন ।

পিটারসেন এই প্রশ্নও রেখেছেন, এভাবে তার উল্লিখিত সবাইকে দায়িত্ব দেয়াটা খুব কঠিন কিছু কিনা!

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আকমলের কমে যাওয়া শাস্তির বিরুদ্ধে পিসিবির চ্যালেঞ্জ

‘এমন ম্যাচ শুধু পাকিস্তানের পক্ষেই হারা সম্ভব’

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত