
সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্টও ১১৮। তাই দক্ষিণ আফ্রিকার সামনে রয়েছে শীর্ষে যাওয়ার বিরল সুযোগ।
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে যাবেন প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার শীর্ষে যাওয়ার সুযোগও আছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটি জিতেছে এবিডি ভিলিয়ার্সের দল। এখন শেষ ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা। তখন সিংহাসনে বসবে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের এক ধাপ উন্নতিতে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড।
এদিকে, এক ধাপ অবনমন হয়ে র্যাংকিংয়ে চারে অবস্থান করছে ভারত। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পর র্যাংকিংয়ের পরবর্তী স্থানগুলোয় আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
ওয়ানডে টিম র্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১১৮ (-২) রেটিং পয়েন্ট
২। দক্ষিণ আফ্রিকা ১১৮
৩। নিউজিল্যান্ড ১১৩ (+২)
৪। ভারত ১১২
৫। ইংল্যান্ড ১০৭
৬। শ্রীলঙ্কা ৯৯
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৬
১০। আফগানিস্তান ৫২
প্রসঙ্গত, এ বছরের ৩০ সেপ্টেম্বরের টিম র্যাংকিংয়ে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ সাতটি দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখেই! আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা।
১২তম ওয়ানডে ওয়ার্ল্ডকাপের পর্দা উঠবে ২০১৯ সালের ৩০ মে। ফাইনাল ১৫ জুলাই। তার আগে ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ের দিকে।
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম