Scores

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ বিশ্বকাপে খেলতে চান পিটারসেন

 

জন্মটা তাঁর দক্ষিণ আফ্রিকায়। তবে খেলেছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে। বলছি কেভিন পিটারসেনের কথা। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ১০৪টি টেস্ট এবং ১৩৬টি ওয়ানডে ম্যাচ। এরপর ২০১৪ সালে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) পিটারসেনকে বাদ দেয়ার ঘন্টা বাজিয়ে দেয়। তবে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আবার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন তবে সেটা ইংল্যান্ডের হয়ে নন, জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে।

Also Read - ক্রিকেটারদের অভিযোগে সামারাবিরা অধ্যায়ের অবসান


সম্প্রতি কাউন্টিতে দুর্দান্ত এক অর্ধশতকে নিজের দল সারেকে জয় এনে দিয়েছেন পিটারসেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে এই ক্রিকেটার বলেন, “আপনারা হয়তো আরো দুই বছরের কথা বলবেন। আমি তখন কী করবো? কে জানে কী হবে। তবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য্য ধরতে হবে। দক্ষিণ আফ্রিকা গিয়ে আগামী ২ বছর আমি অনেক ক্রিকেট খেলবো। এরপর কিছু একটা দেখা যাবে। আমি ব্যাটিং করতে ভালবাসি। যতদিন আমি ভালবাসবো, উপভোগ করবো ততদিন ব্যাটিং করে যেতে চাই। যেটা এখন করছি।”

তবে আগামী দুই বছর পর কি হবে? উত্তরটা ২০১৯ সালে ইংল্যান্ডে বসবে ক্রিকেট বিশ্বকাপ। সেটাতেই লক্ষ্য স্থির করেছেন পিটারসেন। প্রায় চার বছর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে ২০১৯ বিশ্বকাপে দেখলে অবাক যেন না হতে হয় তারই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “এই দুই বছরে আমি কোথায় যাবো, কে জানে। যদি আমি ব্যাটিং উপভোগ করি, তাহলে সবাই দেখবে আমি কোথায় গিয়ে দাঁড়াই। আমি চাই, ভালো একটা জায়গায় যেতে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এক নজরে ২০১৯ বিশ্বকাপ

আয়ারল্যান্ডে বিশ্বকাপের মতো উইকেট চান মাশরাফি

বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ

নিজের অবস্থান স্পষ্ট করলেন কায়েস

বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক আবু জায়েদ