SCORE

দক্ষিণ আফ্রিকা দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ

২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সূচি অনেকটাই চূড়ান্ত। শুধু অপেক্ষা আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি দানের। চলমান আইসিসির সভায় সূচি পেশ করেছে আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি।

Bangladesh Team

আসছে বিশ্বকাপে অংশ নিবে ১০ দল। গ্রুপ পর্বে প্রত্যেক দলই প্রত্যেকের বিপক্ষে লড়বে। অর্থাৎ্‌ একটি দল গ্রুপ পর্বে ম্যাচ পাবে নয়টি। সব মিলিয়ে ম্যাচ হবে ৪৬ দিন জুড়ে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটও ছিল এরকম।

Also Read - দর্শক পেটানোর বিষয়ে মুখ খুললেন সাব্বির

২ জুন থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। ওভালে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৫ তারিখ একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর কার্ডিফে ৮ জুন নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে এরপর পাঁচদিন ম্যাচ নেই বাংলাদেশের। টৌনটনে ১৭ জন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। ২০ জুন নটিংহাম বাংলাদশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর মাঝে সাতদিন কোনো ম্যাচ নেই বাংলাদেশের। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে লড়বে পাকিস্তান।

দুই সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই এবং ১১ জুলাই। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এক নজরে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সূচি-

২ জুন, ২০১৯- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্যা ওভাল
৫জুন, ২০১৯- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, দ্যা ওভাল, দিবারাত্রি
৮জুন, ২০১৯ বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কার্ডিফ
১১ জুন, ২০১৯- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ব্রিস্টল 
১৭ জুন, ২০১৯-  বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, টৌনটন
২০ জুন, ২০১৯-  বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, নটিংহাম
২৪ জুন, ২০১৯- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সাউদাম্পটন
২ জুলাই, ২০১৯- বাংলাদেশ বনাম ভারত, বার্মিংহাম
৫ জুলাই , ২০১৯- বাংলাদেশ বনাম পাকিস্তান, লর্ডস

 


আরো পড়ুন :আইপিএলের জন্য বিশ্বকাপ সূচিতে পরিবর্তন!


 

Related Articles

বিশ্বকাপের টিকিটের আবেদন ছাড়িয়েছে পঁচিশ লক্ষ

সৌরভের বিশ্বাস, ঘুরে দাঁড়াবেন ধোনি

২০১৯ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশও!