SCORE

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি একদিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী মে মাসে শুরু হবে দুই দেশের মধ্যকার সিরিজটি। শুরুতেই খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ নারী দল।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পরেরদিনই দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ২ মে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৪ মে সেনওয়েশ পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৬ মে পচেফস্ট্রুমের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ৯ মে কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

Also Read - মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের দল ঘোষণা

১১ মে একই মাঠে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ১৪ মে ব্লুমফন্টেইনের ম্যানগুয়াং ওভালে। ওয়ানডে সিরিজ শেষ হলেই আরম্ভ হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। কিম্বার্লিতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে, সিরিজের বাকি দুই ম্যাচ হবে ব্লুফন্টেইনে।

২০ মে সিরিজ শেষ হলে তার পরেরদিন দক্ষিণ আফ্রিকা ত্যাগ করবে বাংলাদেশ নারী দল। এই সিরিজের জন্য দুই ফরম্যাটে দুই জনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডেতে নারী দলকে নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিবেন সালমা খাতুন।

বাংলাদেশ নারী দলের স্কোয়াডঃ

রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক পিঙ্কি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মুশতারি, মুর্শিদা খাতুন, জান্নাতুল ফেরদৌস।

সিরিজের সূচিঃ

৪ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম ওয়ানডে, পচেফস্ট্রুম।

৬ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে, পচেফস্ট্রুম।

৯ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ওয়ানডে, কিম্বার্লি।

১১ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, চতুর্থ ওয়ানডে, কিম্বার্লি।

১৪ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, পঞ্চম ওয়ানডে, ব্লুফন্টেইন।

১৭ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টি-টোয়েন্টি, কিম্বার্লি।

১৯ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি-টোয়েন্টি, ব্লুফন্টেইন।

২০ মে- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি-টোয়েন্টি, ব্লুফন্টেইন।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের আগেই বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট!

Related Articles

রান পাহাড় টপকে সৌম্য-মিঠুনদের সিরিজ জয়

মিঠুনের অর্ধশতক, সৌম্যর ৩ রানের আক্ষেপ

রান তাড়ায় ‘এ’ দলের উড়ন্ত সূচনা

“ভালো করার স্পৃহা থাকতে হবে”

শেষ টি-টোয়েন্টিতেও আইরিশদের বড় সংগ্রহ