Scores

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা শনিবার

শনিবার (৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বাংলাদেশ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড। চলতি মাসের শেষদিকে শুরু হবে টাইগার ও প্রোটিয়াদের মধ্যকার পুর্ণাঙ্গ সিরিজ। এরই অংশ হিসেবে এই মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবেন ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা শনিবার

শনিবার ঢাকায় দল নিয়ে আলোচনায় বসবেন বিসিবি কর্তারা। সেখানেই চূড়ান্ত হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল। সবকিছু ঠিকঠাক থাকলে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করাও হবে একইদিনে।

Also Read - ৫০০ উইকেট পূর্ণ করলেন অ্যান্ডারসন


দক্ষিণ আফ্রিকার অচেনা ও ভিন্ন কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য একটু কঠিনই। এজন্য অভিজ্ঞ ও পুরাতন খেলোয়াড়দেরই স্কোয়াডের জন্য বিবেচনায় রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ডিফিকাল্ট কন্ডিশনে একদম নতুন কারো ভালো খেলা কঠিন তাই আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অভিজ্ঞ পুরাতনদের বিবেচনায় আনার চেষ্টা থাকবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে স্পিনাররা ছড়ি ঘোরালেও দক্ষিণ আফ্রিকা সফরের দলে আধিক্য থাকবে পেসারদের। জানা গেছে, পাঁচজন পেসারকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন নির্বাচকরা। সেক্ষেত্রে স্পিনারের সংখ্যা হতে পারে একজন বা বড়োজোর দুজন! দীর্ঘ সময় পর দলে ফিরতে পারেন ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ইংল্যান্ড সফররত হাই পারফরমেন্স ইউনিটের দুজন খেলোয়াড়কেও দলে ডাকা হতে পারে বলে জানা গেছে।

প্রায় দেড় মাস ব্যাপি সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিন নাকি আরিফুল— দ্বিধায় নির্বাচকরা

‘হাথুরুসিংহেকে ক্ষমতা দেওয়াই বুমেরাং হচ্ছে’

এমন পারফরম্যান্সেরর কারণ খুজঁছেন হাবিবুল

“২০০ রান তাড়ার মানসিকতা তৈরি হয়নি”

টি-২০ তে দ্রুততম শতকের মালিক হলেন মিলার