Scores

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজেই ফিরবেন মাহমুদুল্লাহ

riad-bdcricteam

মোঃ সিয়াম চৌধুরী

হুট করেই ইনজুরির শিকার হয়ে স্তম্ভিত করে দিয়েছিলেন সমর্থকদের। প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে তার অনুপস্থিতি দলকে অনেক ভোগাবে- এমন ভেবেছিলেন অনেকে। মুস্তাফিজ-সাকিবদের অসাধারণ পারফরমেন্সে সেটা আর হয়নি শেষ পর্যন্ত। দলের সফলতায় সঙ্গে না থাকার হতাশাটাও ভুলে থেকেছিলেন। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে আর দর্শকের ভূমিকায় থাকতে হবে না বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে, সবকিছু ঠিকঠাক থাকলে ভিলিয়ার্সদের বিপক্ষে আবারও প্রসারিত হতে চলেছে মাহমুদুল্লাহর ব্যাট আর বোলিংয়ের হাত।

Also Read - দক্ষিণ আফ্রিকাই ফেভারিট- সাকিব


ভারত সিরিজের আগে অনুশীলনের সময় আঙুলে ব্যথা পেয়ে সিরিজ শেষ হয়ে যাওয়া মাহমুদুল্লাহর ইনজুরি এখন অনেকটাই সেরে উঠার পথে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই পুরোপুরি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করছেন জাতীয় দলের সাবেক এই সহ-অধিনায়ক। বৃহস্পতিবার খোলা হয়েছে হাতের ব্যান্ডেজ। কয়েকদিন সেলাই-অস্ত্রোপ্রচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলার পর হাতে নেবেন ব্যাট-বল। মাহমুদুল্লাহর বিশ্বাস, ৩ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে (টি-২০) অংশ নিতে পারবেন।

অনলাইন দৈনিক বিডিনিউজ২৪-কে মাহমুদুল্লাহ বলেন, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকাটা সবসময়ই কষ্টের, ‘আমরা খেলোয়াড়রা কখনই এভাবে মাঠের বাইরে থাকতে চাই না। থাকতে ভালো লাগে না। আর ছন্দে থাকার সময় ছিটকে গেলে আরও বেশি খারাপ লাগে। এখন আবার দলে ফিরে ছন্দ, ফর্ম ফিরে পাওয়ার ব্যাপার আছে। যা হোক, আশা করি, সমস্যা হবে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব