SCORE

সর্বশেষ

সমর্থকদের কর্মকান্ডে হতাশ অশ্বিন

গতকাল (মঙ্গলবার) গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যার ফলে সিরিজে ১-১ তে সমতা আনে অজিরা। ২০ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় ভারত। ২৭ বল আর ৮ উইকেট হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া। এমন বাজে পরাজয় মেনে নিতে পারেন নি ভারতীয় সমর্থকরা। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছুঁড়ে কিছু উগ্র সমর্থক। এতে ভেঙে গেছে ফিঞ্চদের বহনকারী বাসের কাঁচ। সমর্থকদের এমন কাজে হতাশা প্রকাশ করে আরো দায়িত্ববান হবার আহবান করেছেন ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। [নিউজটি ইংরেজীতে পড়ুনঃ সমর্থকদের কর্মকান্ডে হতাশ অশ্বিন]

 

অস্ট্রেলিয়ার টিম বাসে ভারতীয়দের ঢিল!
অ্যারন ফিঞ্চের পোস্ট

বাসে ঢিল মেরে কাঁচ ভেঙ্গে ফেলার ঘটনার বিষয়টি সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে জানান অস্ট্রেলিয়ার একাদশে থাকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। যার ফলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই অপ্রীতিকর ঘটনা। সমর্থকদের এমন কান্ডে ভারতীয় নিরাপত্তায় দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে তাদের অবস্থান নিয়েও!

Also Read - "আমাদের টিমে টানাহেঁচড়া বেশি করা হয়"

এদিকে সমর্থকদের আরো দায়িত্ববান হবার আহবান জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টিতে ভারতীয় দলে না থাকা এই ক্রিকেটার আজ সকালে ৯ টা ১১ মিনিটে তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেন, “অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের উপর পাথর ছুঁড়ে মারা আমাদের মন্দ দিকটা প্রকাশ করে। আসুন আমরা সবাই আরো দায়িত্ববান হই। আমাদের বেশিরভাগ মানুষের পক্ষে এটা দেখানো সম্ভব।”

তবে, ভারতীয় দর্শকদের পক্ষে এই ঘটনা এবারই প্রথম নয়। এর পূর্বেও ভারতীয় সমর্থকরা তাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। ক্রিকেটারদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে গ্যালারীতে আগুন ধরানো, মাঠে বোতল ছুঁড়ে মারা কিংবা ক্রিকেটারদের পোস্টার পোড়ানোর মতো অপ্রীতিকর ঘটনার ইতিহাস রয়েছে।

এদিকে বর্তমান ১-১ এ টি টোয়েন্টি সিরিজে সমতা বিরাজ করছে। সিরিজের শেষ ম্যাচ শুক্রবার। হায়দরাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।

 

Related Articles

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ

৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

বিপদে আজমলরা,পড়তে পারতেন রাজিবরাও!

রাহানের বাবা আটক