Scores

দর্শকদের দুঃসংবাদ দিল বিসিবি

এক বছর আগেও বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সিরিজ মানে যেন রীতিমত ক্রিকেট উৎসব। করোনা এসে পাল্টে দিয়েছে পরিস্থিতি, বদলে গেছে পুরো দৃশ্যপট। ক্রিকেট মাঠে দর্শকদের উপস্থিতি এখন কল্পনা করাও কঠিন। তাই উৎসবের রঙ বা আমেজ কোনোটাই নেই, যদিও আর ৩ দিন পরই বাংলাদেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। 

ত্রিদেশীয় সিরিজে আসন বদলাতে পারবেন না দর্শকরা

আর সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ খোদ বাংলাদেশ। করোনা পরবর্তী ক্রিকেটে বাংলাদেশ দল পা রাখবে এই সিরিজ দিয়েই। বায়োবাবলের কাঠিন্যের মধ্যে মাঠে দর্শক রাখার সাহস একটু দুঃসাহস হিসেবেই ঠেকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। আর তাই অনেক দেশ আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরালেও, বিসিবি ঘরোয়া দুই টুর্নামেন্টের মতই দর্শকশুন্য রাখবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

Also Read - ক্যারিবীয় সিরিজে স্পিন-পেসে সমান গুরুত্ব


ফাঁকা গ্যালারি নিয়ে খেলা আয়োজন দর্শকদের জন্য বড় দুঃসংবাদই বটে। অস্ট্রেলিয়াসহ কিছু দেশে ফেরানো হয়েছে দর্শক। অস্ট্রেলিয়া-ভারত সিরিজে তো দর্শকদের দুরন্তপনা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই। এই পরিস্থিতির মধ্যেও ভারত সিরিজের জন্য দর্শকদের মাঠে আসার অনুমতি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যমকে জানান, ‘পালাক্রমে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সর সংশ্লিষ্টদের আমরা আমন্ত্রণ জানাবো। যদিও এটা খুবই সীমিত পরিসরে। তবে সাধারণ দর্শকদের আমরা অনুমতি দিচ্ছি না।’

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিউজিল্যান্ডে তৃতীয় দফায়ও করোনা নেগেটিভ টাইগাররা

নিউজিল্যান্ডে ‘২’ দিন পিছিয়ে গেল বাংলাদেশ দলের অনুশীলন

টাইগাররা প্রটোকল মেনে চলায় খুশি নিউজিল্যান্ড সরকার

‘অধিনায়ক’ তামিমকে নিয়ে আশাবাদী বিসিবি ও টিম ম্যানেজমেন্ট

দর্শক ইস্যুতে ফুটবলের সাথে ক্রিকেটকে মেলাতে চায় না বিসিবি