Scores

দলকে নিয়ে জরিমানা গুনলেন ইমাদ ওয়াসিম

অধিনায়ক হিসেবে খেলতে নেমে বেশ ভালোই বিপদে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ধীর গতিতে বল করার কারণে জরিমানা করা হয়েছে তাকে, একই সাথে জরিমানা গুনেছেন দলের বাকি সদস্যরাও।

দলকে নিয়ে জরিমানা গুনলেন ইমাদ ওয়াসিম

শুক্রবার (২৯ মার্চ) পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় সফরকারী অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ বিশ্রামে থাকায় এই সিরিজে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শোয়েব মালিক।

তবে ফিট না থাকায় চতুর্থ ওয়ানডেতে মাঠে নামেননি এই অলরাউন্ডার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

Also Read - টাই হল শাইনপুকুর-বিকেএসপি ম্যাচ!


তবে ঐ ম্যাচে ধীর গতিতে বল করায় (স্লো ওভার রেট) ইমাদ ওয়াসিমকে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। এছাড়া দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই অস্ট্রেলিয়া নিশ্চিত করে সিরিজ জয়। চতুর্থ ম্যাচে জয়ের খুব কাছ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমাদের দল থামে ২৭১ রানে, আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের শতকের পরও। এই দুঃসংবাদের পর এবার দলটি পেয়েছে স্লো ওভার রেটের কারণে জরিমানার খবর।

বিশ্বকাপের আগে পাকিস্তান দলের বর্তমান অবস্থা মোটেও সুখকর নয়। অবশ্য ‘বাহাদুরি’ দেখিয়ে এই সিরিজে বেশ কজন সিনিয়র ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল বোর্ড। যার খেসারত দিতে হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে ‘ঘরের মাঠ’ আরব আমিরাতে সিরিজ হেরে!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

শেষ দুই ম্যাচের বাংলাদেশ দলে একাধিক চমক

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

মুশফিক-রিয়াদ-সৌম্যর অবস্থান পরিবর্তন যে কারণে

নো বল আর অতিরিক্ত রান দেওয়াকে দুষছেন সাকিব