Scores

জাতীয় দলের বাইরেও নজর রাখবেন নতুন কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেও শুধু জাতীয় দলেই নিজের গণ্ডি বেঁধে রাখতে চান না রাসেল ডমিঙ্গো। দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট ম্যাচ মাঠে বসে দেখার আশা প্রকাশ করেছেন তিনি।

টাইগারদের দায়িত্ব নেয়ার পরে প্রথম সিরিজ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পরীক্ষা দিতে হবে ডমিঙ্গোকে। সে সময়ে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার আলোচনা চলছে। ডমিঙ্গো চাচ্ছেন ত্রিদেশীয় সিরিজের পর ফাঁকা সময়টা কাজে লাগাবেন শ্রীলঙ্কায় যেয়ে এ দলের খেলা দেখে।

Also Read - বাংলাদেশের কোচের পদে আবেদনই করেননি হেসন!


তার ভাষায়, ‘জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরে আমার শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা আছে। আশা করছি সেখানে যেয়ে বাংলাদেশ এ দলের ম্যাচ দেখব। নিঃসন্দেহে সব ম্যাচ পর্যবেক্ষণ করা সম্ভব না। সেজন্য আমার বিশ্বস্ত সহকর্মী ও সহযোগী প্রয়োজন।’

নির্বাচকদের ওপর পূর্ণ আস্থা রাখতে চান এই দক্ষিণ আফ্রিকান কোচ। এছাড়া নতুন খেলোয়াড় তুলে আনতে হাইপারফরম্যান্স এবং এ দলের কোচের সাথেও ভালো যোগাযোগ রাখতে চান তিনি, ‘আশা করছি, দলের নির্বাচকরা অনেক সাহায্য করবেন। হাইপারফরম্যান্স দলের কোচ, এ দলের কোচের সাথে যোগাযোগ করব। তাদের চোখে সেরা খেলোয়াড় কারা, কারা জাতীয় দলে আসার যোগ্য সেসব বিষয়ে আলোচনা করব।’

সম্প্রতি শ্রীলঙ্কায় বাংলাদেশের হারকে কোনো অশনি সংকেত মনে করছেন না ডমিঙ্গো। তার ভাষায়, ‘শ্রীলঙ্কার বিপক্ষে হারের জন্য, তাদের আমি খারাপ দল বলতে রাজি নয়। বিশ্বকাপের পরপরই সফর সবসময়ই কঠিন হয়। তাছাড়া কিছু ক্রিকেটারের বিদায়বেলায় ভালো খেলতে শ্রীলঙ্কাও মুখিয়ে ছিল। লাসিথ মালিঙ্গার শেষ ম্যাচ ছিল, নুয়ান কুলাসেকারার বিদায়ী সংবর্ধনা ছিল, তাই তারা (শ্রীলঙ্কা) নিজেদের প্রমাণ করার চেষ্টায় ছিল।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

মুশফিক-রিয়াদ-সৌম্যর অবস্থান পরিবর্তন যে কারণে

নো বল আর অতিরিক্ত রান দেওয়াকে দুষছেন সাকিব

“বাংলাদেশ-আফগানিস্তানে বড় পার্থক্য, আমরা ম্যাচ দিয়ে এসেছি”

এবারো আফগানদের হারাতে পারল না বাংলাদেশ